অমিত জীবন রায় ,উত্তর দিনাজপুর :-
বড় সফলতা পেল চোপড়া পুলিশ খবরের মাধ্যমে আমরা দেখিয়েছিলাম চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের মাঝিয়ালী হাই স্কুলে নৈশপ্রহরীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেশকিছু কম্পিউটার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা,এর পাশাপাশি বিস্তীর্ণ এলাকাজুড়ে চুরির ঘটনা ঘটেছিল যেমন সোনাপুর অঞ্চলের একটি মোবাইল দোকান থেকে চুরি যায় মোবাইল ফোন, সেই সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করল চোপড়া থানার পুলিশ, পুলিশের ভূমিকায় এলাকাবাসী প্রত্যেকেই খুশি,এ ছাড়াও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ মন্দির সব জায়গাতেই চুরির ঘটনা ঘটেছে, ঐ সমস্ত দুষ্কৃতীদের পুলিশি হেফাজতে নেওয়ার অক্লান্ত প্রচেষ্টা চালাচ্ছে থানার পুলিশ।জানা যায় স্কুলের যে কয়টি কম্পিউটার চালু হয়েছিল সবকটি মনিটর উদ্ধার করা গেছে তার সাথে সোনাপুর মোবাইলের দোকানে যে চুরি ঘটনা ঘটেছিল তাও উদ্ধার করা গেছে, পুলিশ সূত্রে এই তথ্য উঠে আসছে,