উত্তর ২৪ পরগনা, বারাসাত, নিশীথ দাস ,TV-20 বাংলা:- বডি বিল্ডিং এ বিশ্ব জয় করার স্বপ্ন নিয়ে চার বছরের পথ চলা বঙ্গসন্তান গৌরব মুখার্জির। তিনবার মিস্টার ইন্ডিয়ার খেতাব জয়ী, গৌরবের মাথায় এবার মিস্টার ইউনিভার্স এর মুকুট। পুনে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী স্পোর্টস কমপ্লেক্স এ অনুষ্ঠিত খেলায় দেড় হাজার প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করে এই খেতাব টি ছিনিয়ে নিয়ে আসে উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রামের গৌরব মুখার্জি। তার এই এগিয়ে যাওয়ার পথে দৃঢ় মনোবলের সাথে মেনে চলতে হয়েছে সঠিক রুটিন, করতে হয়েছে কঠোর পরিশ্রম ও। এই সাফল্যে নিজের পরিবারের সাথে সাথে নিজের স্ত্রীর অবদান স্বীকার করেন মিস্টার ইউনিভার্স গৌরব। ভবিষ্যতে একজন বিখ্যাত জিম ট্রেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। তার এই সাফল্যে পরিবারের সকলেই খুব আপ্লুত তারা মনে করেন আগামী প্রজন্মের যুবসমাজ তারা এই সফলতা থেকে অনুপ্রাণিত হবে।
বডি বিল্ডিং এ বিশ্ব জয়, মিস্টার ইউনিভার্স বঙ্গসন্তান গৌরব মুখার্জির।
MORE NEWS – ছাতনা ব্লকের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার।
নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া:- ছাতনা ব্লকের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার। আজ সকাল নাগাদ তিনি ছাতনা ব্লক এর দুবরাজপুরের আইসিডিএস সেন্টার,শালডিড়া অঞ্চলের বালগুমা গ্রামে ১০০ দিনের কাজ, রামপুরের ঘরে ঘরে জল প্রকল্পের কাজ তিনি খতিয়ে দেখেন। এছাড়াও জামতোড়া অঞ্চলের শালচুড়া উপস্বাস্থ্য কেন্দ্র এবং কাঁটাপাহাড়ি গ্রামে কর্মতীর্থ পরিদর্শনে যান। এছাড়া পরিদর্শনে ছিলেন ছাতনা ব্লক এর বিডিও শিশুতোষ প্রামানিক, পঞ্চায়েত সমিতির সভাপতি সহহেব বাউরী, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ শংকর চক্রবর্তী, CONTINUE READING
MORE NEWS – ছাতনা ব্লকের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার।
নিজস্ব প্রতিনিধি, হাওড়া:- বন্ধ ঘর থেকে উদ্ধার মা এবং মেয়ের পচা গলা দেহ। আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটে পোদরা সরকার পাড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মা এবং মেয়ে দুজনে আত্মহত্যা করেছেন। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের অধীনে পোদরা সরকার পাড়ার বাসিন্দা বিমলেন্দু মিত্র (৭২) স্ত্রী সোমা মিত্র(৬৫) এবং অবিবাহিত মেয়ে অমৃতা মিত্রকে (৩৬) নিয়ে বাস করতেন। তারা প্রতিবেশীদের সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না। বিমলেন্দুবাবু নিজে কিডনির অসুখে ভুগছিলেন। CONTINUE READING