বনগাঁয় উদীয়মান নৃত্যশিল্পীর অস্বাভাবিক মৃত্যু- তদন্তে পুলিশ
বনগাঁ চাঁদ পাড়ার একাদশ শ্রেণীর ছাত্রী অদ্রিকা দাস(১৭) ইতিমধ্যেই নাচের জগতে স্বপ্রতিভায় প্রতিষ্ঠিত হয়েছে। পড়াশুনার পাশাপাশি নাচ তার জীবনের অঙ্গ। ২০১৬ সালে বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনামও অর্জন করেছিল সে ৷ এমন প্রতিভাসম্পন্ন একাদশ শ্রেণির ছাত্রী তথা উদীয়মান নৃত্যশিল্পীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বনগাঁর চাঁদপাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বনগাঁ সাতভাই কালীতলায় পুজো দিয়ে বিকেলে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল অদ্রিকা । রাতে মায়ের সঙ্গে অন্য একটি কালীপুজোয় যাওয়ার কথা ছিল তার। কিন্তু মায়ের সঙ্গে আর তার দেখা হয় না। পুলিশের প্রাথমিক ধারণা অদ্রিকা আত্মাহত্যা করেছে।
পরিবারের অভিযোগ, মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তার বন্ধুরা । অভিযোগ পেয়ে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্ধ্যা নাগাদ তার এক বন্ধু অদ্রিকার বাবাকে ফোন করে জানায় মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তড়িঘড়ি অদ্রিকার বাবা বাড়ি ফিরে আসেন । ঘরে গিয়ে দেখেন মেয়ে নিজের ঘরে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে । যদিও মেয়ের অবস্থা দেখে বাবার সন্দেহ হয় ৷ মেয়ে নিজে থেকে এই কাজ করেছে বলে তিনি বিশ্বাস করতে পারছেন না ৷ খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে বনগাঁ হাসপাতাল নিয়ে যায় । যেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের দাবি, মেয়েকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করত তার কয়েকজন বন্ধু। সেই বন্ধুরা অদ্রিকাকে তার বান্ধবীদের সঙ্গেও মিশতে দিত না। গতকালও তারা অদ্রিকাকে উত্তপ্ত করে এবং কটু কথা বলে। এরপরই তার দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

