কাজল মিত্র :- আসানসোল লোকসভা উপনির্বাচন ঘিরে পশ্চিমবর্ধমান জেলার 21টি জায়গায় 24 ঘন্টা চলছে নাকা তল্লাশি।এই উপ-নির্বাচন ঘোষণার পর থেকেই সব জায়গায় এই তল্লাশি অভিযান চলছে।পুলিস সূত্রের খবর, নাকা তল্লাশিতে অভিযান চালিয়ে এখনো পর্যন্ত ৩০ লাখের বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার সকালে রুণাকুরা ঘাট থেকে 17 লক্ষ টাকা উদ্ধারের পর একইদিনে সন্ধ্যায় কুলটি থানার অন্তর্গত বরাকর ফাঁড়ির পুলিশ রামনগর নাকায় কুলটির সাঁকতোড়িয়ার বাসিন্দা প্রসেনজিৎ মুখার্জির কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা বাজেয়াপ্ত করে। গতকাল রাতে তিনি বরাকার যাচ্ছিলেন।তদন্তকালে তিনি নগদ অর্থের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এমন পরিস্থিতিতে, বরাকর ফাঁড়ির পুলিশ উপ-নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এফএসটির উপস্থিতিতে উল্লিখিত টাকা বাজেয়াপ্ত করে।
বরাকর ঝাড়খন্ড বাংলা সীমানায় নাকা তল্লাশির সময় এক ব্যক্তির কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা উদ্ধার।
MORE NEWS – বিধানসভার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির।
মাধব দেবনাথ, নদীয়া:- গতকাল বিধানসভার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। গতকাল বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিজেপি বিধায়ক এর মধ্যে হাতিহাতি শুরু হয়। ঘটনার জেরে কার্যত রক্তাক্ত হয়ে ওঠে পরিস্থিতি। কোন বিধায়কের নাক ফেটে যায় আবার কোন বিধায়কের চশমা ভেঙে যায়। এর পাশাপাশি কয়েকজন বিধায়কের জামাও ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিধায়ক রা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলেন। প্রথমে শুভেন্দু অধিকারী ও তার বিধায়করা এই হামলা চালায় বলে তৃণমূল বিধায়কদের দাবি। যদিও তৃণমূল বিধায়ক রাই হামলা চালিয়েছে বলে পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের। CONTINUE READING
পাড়ায় আমরা বাসুল ডাঙ্গা অঞ্চলে মানুষের অভাব অভিযোগ শুনে দ্রুত সমাধান করতে নতুন কর্মসূচি
চন্ডিপুর ধর্ষন কান্ডের নির্যাতিতা পরিবারের সাথে দেখা করল জেলা তৃণমূল নেতৃত্ব।