চয়ন দাস, পূর্ব মেদিনীপুর :- আজ দীর্ঘ মেয়াদের পর এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের রাস্তা উদঘাটন হলো। খামারি থেকে জাহালদা সংলগ্ন রাস্তাটি পিচ রাস্তায় রূপান্তরিত করার পদক্ষেপ নেন রাজ্য সরকার। রাস্তাটি ভায়া তেঁতুলিয়া সড়রং।বহু কাল ধরে রাস্তাটি ক্ষত বিক্ষত অবস্থায় ছিল। গ্রামীণ বাসিন্দাদের কথা মাথায় রেখে এইরূপ পরিকল্পনা রাজ্য সরকারের। আজ তা বাস্তবায়িত করতে রাস্তার শুভ উদ্বোধন হলো। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অখিল গিরি ফিতে কেটে রাস্তার শুভ উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা সভাধিপতি দেবব্রত দাস, জেলা পরিষদের সদস্যা ছবি দাস মহাপাত্র, বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিদেশ্বর বেরা, প্রধান রানুরানি বেরা, উপ – প্রধান শান্তনু নায়ক সহ একাধিক শুভানুধ্যায়ী সমাজসেবী। খামারি থেকে জাহালদা সংলগ্ন রাস্তাটি পিচ রাস্তায় রূপান্তরিত করার এইরূপ পদক্ষেপ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মনকে উৎসাহিত করে।
বরিদা’য় পিচ রাস্তার শুভ উদ্বোধন হলো
পৌরসভা নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত আলোচনার জন্য জেলা বিজেপির পক্ষ থেকে একটি জরুরি বৈঠক বারাসাতে
WB MLA WB সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বাঁকুড়া জেলার চার বিজেপি বিধায়ক
More News- জঙ্গিপুরে বিড়ি শ্রমিক দের জন্য নতুন হাসপাতাল তৈরীর নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মেহেবুব মাসুম :- মুর্শিদাবাদ জেলায় গত বুধবার প্রশাসনিক কর্মকর্তা দের নিয়ে বৈঠক করেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ দিন বিড়ি শিল্প বাঁচাতে সংশ্লিষ্ট মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসতে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিড়ি শ্রমিকদের জন্য জঙ্গিপুরে নতুন একটি E S I হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও বুধবার দেন তিনি । কিন্তু এর আগেও শীতকালীন অধিবেশনে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এই বিড়ি শ্রমিকদের জন্য E S I হাসপাতাল নির্মাণের কোথাও তিনি সংসদে বলেন। এদিন আবারও বহরমপুর রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়ে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এর প্রস্তাবে বিড়ি শিল্প ও শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরেন। Continue Reading