Saturday, December 7, 2024
- Advertisement -

বর্ষবরণের আগের সন্ধ্যায় দুটি ভিন্ন মর্মান্তিক পথদুর্ঘটনায় ৩জনের মৃত্যুকে কেন্দ্র করে বর্ষবরণের উৎসাহ ম্লান হয়ে গেল ঘাটালমহকুমা বাসীর কাছে

- Advertisement -

শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর:-বর্ষবরণের আগের সন্ধ্যায় দুটি ভিন্ন মর্মান্তিক পথদুর্ঘটনায় ৩জনের মৃত্যুকে কেন্দ্র করে বর্ষবরণের উৎসাহ ম্লান হয়ে গেল ঘাটালমহকুমা বাসীর কাছে। শুক্রবার সন্ধ্যে ছটা নাগাদ একটি স্কুটিতে করে এক মহিলা আরোহী সহ এক ব্যক্তি ঘাটাল -মেছগ্রাম রাজ্য সড়ক ধরে কুশপাতার দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে দ্রুত বেগে আসা একটি ডাম্পার পাঁশকুড়া বাসস্ট্যান্ডে তথা ঘড়ি মোড় এলাকায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় বাইক আরোহী ওই মহিলা।

গুরুতর জখম অবস্থায় ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় আহত যুবকটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। মৃত মহিলার নাম টুম্পা দাস বাড়ি দাসপুর থানার পলাশপাই এলাকায়,এবং মৃত যুবকের নাম সেখ নাসের আলী।দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকেই আটক করে ঘাতক গাড়িটিকে। এই মর্মান্তিক ঘটনার পরেই প্রশাসনের নির্দেশে বন্ধকরা হয় এলাকার সমস্ত বর্ষবরণের অনুষ্ঠান। অন্যদিকে দাসপুর থানা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আর এক যুবকের। বর্ষবরণের ঠিক আগের রাতেই হেঁটে বাড়ি ফেরার সময় দ্রুতগামী এক বাসের ধাক্কায় মৃত্যু হল দাসপুর থানার এক সিভিক ভলেন্টিয়ারের।

বর্ষবরণের আগের সন্ধ্যায় দুটি ভিন্ন মর্মান্তিক পথদুর্ঘটনায় ৩জনের মৃত্যুকে কেন্দ্র করে বর্ষবরণের উৎসাহ ম্লান হয়ে গেল ঘাটালমহকুমা বাসীর কাছে

WB MLA WB সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বাঁকুড়া জেলার চার বিজেপি বিধায়ক

রাজ্যস্তর কবাডি প্রতিযোগিতায় খ্যাতি অর্জন মালদার পুরুষ ও মহিলা বিভাগের কাবাডির

শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শান্তাশ্রম উৎসবের নকআউট সম্প্রতি কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো শান্তাশ্রম হাইস্কুল ফুটবল মাঠে

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ছাতনা থানা, ঝান্টিপাহাড়ি পুলিশ ফাঁড়ি এবং কমলপুর পুলিশ ফাঁড়ির পরিচালনায় বসে আঁকো প্রতিযোগিতা

পশ্চিমবঙ্গে লক্ষীর ভান্ডারের পর গোয়ায় ‘গৃহলক্ষী প্রকল্প’

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে দাসপুর থানার বালিপোতা বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে কেশপুর গামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই সিভিক ভলেন্টিয়ারকে। ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের মৃত্যু যুবকের নাম শেখ মিরাজুল হক বাড়ি বালিপোতা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবক দাসপুর থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments