সুমিত ঘোষ,মালদা :- বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই বালক। আহত এক বালক স্থানীয় হাসপাতালে চিকাৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জে লিচুবাগানে। প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমাও উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পলিশ সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকলে সুলতানগঞ্জ এলাকার একটি লিচু বাগান রয়েছে। সেই বাগান দিয়ে সকালবেলা দুই বালক কাঠ কুড়োতে গিছিল। সেই সময় একটি বোমকে বল ভেবে ছোঁড়ে। এরপর বোমাটি ফেটে যায়।স্থানীয় বাসিন্দারা ঘটনার শব্দ শুনে তরিঘড়ি ছুটে আসে লিচু বাগানে। আহত দুই বালককে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকন্দ্রে নিয়ে গেলে এক বালককে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হলেও অপর একজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে।
কালিয়াচক থানার এক পুলিশ আধিকারীক জানান,এদিন সকালে দুই বালক কাঠ কুড়োতে গিছিল। সেই সময় বল ভেবে খেলতে গিয়ে দুই বালক আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। কে বা কারা বোমা মজুদ করেছিল স্বতঃপ্রনোদিত মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই বালক।
MORE NEWS – কোহলির পর টি-২০ অধিনায়ক ঘোষণা BCCI-এর! বাদ এই একাধিক নাম করা ক্রিকেটার।
অবশেষে টি-২০ ক্রিকেটের জন্য ভারতের অধিনায়কের নাম ঘোষণা করল বি সি সি আই। প্রত্যাশা মতোই কোহলি পরবর্তী দলের দায়িত্ব উঠল রোহিত শর্মার হাতে। কুড়ি ওভারের বিশ্ব কাপের পরই নভেম্বরের শেষে ভারতে সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড আগামী ১৭, ১৯ ও ২১ নভেম্বর কিউইদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচ গুলিতে দলকে নেতৃত্ব দেবেন রোহিত। তবে আপাতত নিউজিল্যান্ড সিরিজেরর জন্যই দলের টি-২০ নেতৃত্বভার দেওয়া হয়েছে রোহিতকে। পাকাপাকি ভাবে তিনিই কুড়ি ওভারের অধিনায়কত্ব পাবেন কিনা, বোর্ডের প্রেস রিলিজে তা খোলসা করা হয়নি। অন্য দিকে, টি-২০ তে রোহিতের ডেপুটি নির্বাচিত হয়েছেন কে এল রাহুল। সহ-অধিনায়ক হিসেবে রোহিতের অনুপস্থিতিতে দলকে পরিচালনা করার গুরু দায়িত্ব তাঁর কাঁধে। CONTINUE READING