নিজস্ব সংবাদদাতা মুর্শিদাবাদ :-
গতকাল বহরমপুরে সৈদাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের বাইরে ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । বৃহস্পতিবার সকালেই দেখা যায় ভাঙা হয়েছে ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তি।
ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙ্গা নিয়ে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হীরু হালদার অবশ্য বহরমপুর শহরের আইন শৃংখলা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন স্থানীয়রাও। তারই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনাস্থলে গিয়ে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে প্রতিবাদে সরব হলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী । মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে পথে নামেন কংগ্রেস নেতা কর্মীরা। এদিন অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন বহরমপুর শহর সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকলেও এমন ঘটনা ঘটলো কী করে, কারা ঘটালো ? অধীর চৌধুরীর আরও অভিযোগ, তালিবানি প্রথায় শিরচ্ছেদ করা হয়েছে। প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতারের দাবী জানান তিনি।