Tuesday, March 25, 2025
- Advertisement -

বহরমপুরে বিজেপির মুর্শিদাবাদ জেলা শাসককে ডেপুটেশন প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

- Advertisement -

Tv20 Bangla:- সোমবার বহরমপুরের টেক্সটাইল মোড় এর দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির উদ্যোগে বিজেপির ডাকে মুর্শিদাবাদ জেলা শাসককে ডেপুটেশন প্রদান কর্মসূচী মঞ্চ থেকে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া রামপুরহাট কান্ড, হাঁসখালি গণধর্ষণ কাণ্ড সহ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন তিনি, পাশাপাশি গরু পাচার কান্ডের সিবিআই এর ডাকে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরহাজির থেকে উডবান ওয়ার্ডে ভর্তি হওয়া প্রসঙ্গে, অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, একসময় সেই নেতা দাদাগিরি করে বলতেন চরম চরম ধাক বাজাবো। সেই নেতাকে যখন সিবিআই ডাকলে তখন তিনি উডবান ওয়ার্ডে ভর্তি হলেন। সিবিআই এর কাছে চা খেতে না গিয়ে উডবাম ওয়ার্ডে যন্ত্রের উপর বসে চা খাচ্ছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষের সুরে এদিন তিনি বলেন, হাতি ঘোড়া গেল তল ব্যাঙ বলে কত জল। বিজেপির কাছে তৃণমূল কংগ্রেস ব্যাঙের সমান।

সব মিলিয়ে এদিনের সভায় থেকে রাজ্যের শাসক দলকে বারবার বিভিন্ন ইস্যুতে কাঠ গড়ায় তোলার পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকারের নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল মুর্শিদাবাদের জেলাশাসক শরদকুমার দ্বিবেদীকে ধর্ষণ, খুন, রাহাজানি সহ ছয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন। এবং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাওবাদী প্রসঙ্গে দিলীপ ঘোষ ও তার বক্তব্যের মতপার্থক্য প্রসঙ্গে বলেন তাদের মধ্যে কোন মতপার্থক্য নেই তিনি অন্য প্রসঙ্গে বলেছেন, আমি অন্য প্রসঙ্গে বলেছি গতকাল আমরা একসঙ্গে একটি মিছিলে অংশ নিয়েছিলাম। সব মিলিয়ে সোমবার বহরমপুরে বিজেপির কর্মসূচিতে একাধিক বার রাজ্য সরকারকে দুষলেন বিজেপি নেতারা।

বহরমপুরে বিজেপির মুর্শিদাবাদ জেলা শাসককে ডেপুটেশন প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

MORE NEWS – আমগুড়িতে বড় মাপের অজগর সাপ উদ্ধার।

জলপাইগুড়ি, সুকুমার বিশ্বাস,Tv20 Bangla:- ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি কোয়াটার মোড় সুনীল কুমার বসুনিয়ার বাড়িতে বড় মাপের অজগর সাপ উদ্ধার। সুনীল কুমার বসুনিয়ার বাড়ির পাশে চা বাগান রয়েছে, এবং বাগানের চারপাশে জাল দিয়ে ঘেরাও করা হয়েছে, যাতে কোনরকম গরু ছাগল বাগানে প্রবেশ করতে না পারে। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments