Friday, December 6, 2024
- Advertisement -

বহরমপুর পৌরসভায় জলাশয় ভরাট করে বেআইনি ভাবে নির্মাণ কাজ করা হচ্ছে, বেআইনি নির্মাণকাজ বন্ধ করতে মুখ্যমন্ত্রীকে দ্রুত পদক্ষেপ নিতে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

- Advertisement -

টিভি ২০ বাংলা মুর্শিদাবাদ :- বহরমপুর পৌরসভায় বেআইনি ভাবে জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণকাজ চলছে বলে অভিযোগ করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি দ্রুততার সঙ্গে এই বেআইনি নির্মাণকাজ বন্ধ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ।

অধীর চৌধুরী চিঠিতে লেখেন, বহরমপুর পৌরসভার ১৭০০ নং প্লটের জলাশয়ে মার্কেট কমপ্লেক্সের অবৈধ নির্মাণ করছে পুরসভা কর্তৃপক্ষ ।  তারা জলাশয়ের অংশ ভরাট করে তার ওপর নির্মাণ করছেন ।  বিষয়টি আদালতের নজরে আনা হয় ।  জলাশয়ে কোনো অবৈধ নির্মাণ না করতে বলে, পৌরসভাকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।  বহরমপুর পৌরসভা কর্তৃপক্ষ আদালতকে একটি প্রতিশ্রুতি দিয়েছে যে জলাশয়ের তীরে কোনও অবৈধ নির্মাণ করা হচ্ছে না।  তবে মাননীয় আদালতের নির্দেশনা অমান্য করে পৌর কর্তৃপক্ষ জলাশয়ের পাড়ে বাজারের জায়গায় অননুমোদিত নির্মাণ করছে।  উপরোক্ত পরিপ্রেক্ষিতে, আমি আপনাকে অনুরোধ করতে পারি যে বিষয়টি দয়া করে খতিয়ে দেখা হোক এবং বহরমপুর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের এই অবৈধ নির্মাণ অবিলম্বে বন্ধ করা হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments