Saturday, December 7, 2024
- Advertisement -

বহুতল আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য।

- Advertisement -

নদীয়া,মাধব দেবনাথ:- বহুতল আবাসনের ছাদ থেকে ঝাঁপ এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। জানা যায় মৃতার নাম অনুষ্কা ঘোষ, বয়স আনুমানিক ১৮ বছর। ঘটনাটি ঘটেছে রানাঘাট ৭ নম্বর ওয়ার্ডের চিলড্রেন’স পার্কের কাছে প্রণবানন্দ আবাসনে। বহুতল থেকে নিচে পড়ার সঙ্গে সঙ্গেই ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অনুষ্কাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এরপর রানাঘাট মহাকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর থেকে এলাকায় শোক স্তব্ধ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বহুতল থেকে ঝাপ দিয়ে আত্মহত্যার ঘটনার কারণ খুঁজতে তদন্তে পুলিশ।

বহুতল আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য।

MORE NEWS – কাঁশকুলি গ্রামে জ্ঞান মন্দিরের উদ্বোধন করলেন বিধায়ক।

Tv20 Bangla:- বারাবনি ব্লক পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁশকুলি গ্রামে আর্ট অফ লিভিং এর স্কুল জ্ঞান মন্দিরের ক্লাসরুমের উদ্বোধন করলেন। এই স্কুলটি 2010 সালে পাঁচটা বাচ্চাকে নিয়ে চালু হয়েছিল এখন সেটা 65 বাচ্চার পড়াশোনা করছে নার্সারি থেকে ক্লাস ফাইভ । আজ নতুন ভবনের দ্বার উদঘাটন করা হলো এটি করেন দীপ প্রজ্জ্বলন ও ফলক উন্মোচন দিয়ে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় উদ্বোধন করেন। এই ভবন স্বর্গীয় মীনু আগারওয়াল ও মনিলাল ঘোষের স্মৃতিতে তৈরী করেছেন ওনাদের পরিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিংহ, এই স্কুলের ট্রাস্টের চেয়ারম্যান পবন আগ্রাবাল, CONTINUE READING

MORE NEWS – ঈদ মিলন উৎসবে, জাতি-ধর্ম-বর্ণ এসে মিলে গেল এক মঞ্চে।

পার্থ ঝা,মালদহ,৪ মে:- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা মার্কেটে অনুষ্ঠিত হল ‘ঈদ মিলন উৎসব’। এলাকার মানুষকে সম্প্রীতির বার্তা দিতে ও ঈদের খুশি ভাগাভাগি করে নিতে এই উৎসবের আয়োজন বলে জানান ঈদ মিলন উৎসব কমিটির সভাপতি মহম্মদ মিজানুর হক। তিনি আরো জানান,২০১৯ সালে প্রথম এই ঈদ মিলন উৎসবের আয়োজন করা হয়। করোনার কারনে দুই বছর এই উৎসব আয়োজন করা সম্ভব হয়নি।এলাকার যুবকদের নিয়ে আবার নতুন রূপে এই উৎসবের আয়োজন করা হয়। কমিটির সম্পাদক রনি জানান, এই উৎসবে উভয় সম্প্রদায়ের মানুষ ও সর্বদলীয় নেতাদের আহ্বান করা হয়েছিল। এদিন প্রায় তিন হাজার মানুষ এই উৎসবে শামিল হয়েছিল। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments