Saturday, December 7, 2024
- Advertisement -

বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝগড়াপুর গ্রাম এর নবীন লেখক রূপম মুখার্জির লেখা বই প্রকাশিত হতে চলেছে কলকাতা বইমেলায়

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, ছাতনা :- বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝগড়াপুর গ্রাম এর নবীন লেখক রূপম মুখার্জির লেখা বই প্রকাশিত হতে চলেছে কলকাতা বইমেলায়। প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্রের লেখা গল্প-কবিতা বেশ জনপ্রিয় ফেসবুক এর দেওয়ালে। উঠতি লেখক এর কথায়,- “শুশুনিয়া ঐকতান এর ‘হাতেখড়ি’ পত্রিকাতে প্রথম গল্প প্রকাশ, তারপর থেকেই একক বই বের করার ইচ্ছে। ‘বে রঙিন কলম’ প্রকাশনী থেকে এই বইটি প্রকাশ হচ্ছে। তবে বইটি পাঠকের মন জয় করতে পারবে বলে আশা করছি।”

পড়াশুনার পাশাপাশি সাহিত্য চর্চায় মন বছর কয়েক আগে। তবে প্রথম বই পাঠকদের মন জয় করতে পারবে বলে আশাবাদী রুপম। কারণ হিসেবে রূপম জানায় গল্পগুলি প্রথমে যেরকম ভাববেন শেষে গিয়ে সেটা হবে না, মিল পাবেন নিজের জীবনের সাথে, কষ্ট আছে, ভালোবাসা আছে, থ্রিলার আছে আর মোড় ঘুরিয়ে আপনার ব্রেনকে ভাবানোর জন্য আছে science এর প্রয়োগ, এক কথায় psychologycal romantic thriller, সাথে সেই হারিয়ে যাওয়া প্রেম। সব কিছু মেলে টানটান উত্তেজনায় ভরা রূপমের ‘ফিরে এসো বসন্তের গল্পে’ ।

বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝগড়াপুর গ্রাম এর নবীন লেখক রূপম মুখার্জির লেখা বই প্রকাশিত হতে চলেছে কলকাতা বইমেলায়

পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো সোনামুখী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুরজিৎ মুখোপাধ্যায়

পুলিশি সন্ত্রাস আমাদের কাছে বড় বাধার কারণ সোনামুখীতে এসে বললেন সাংসদ সৌমিত্র খাঁ

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ সমিতি এর উদ্যোগে এবং লালমনিরহাট জেলা পুলিশ এর সার্বিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

More News- একই দিনে দুই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য জেলা জুড়ে

শুভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর :-বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত অর্জুনী এলাকার একটি তেল পাম্পের পাশে একটি পুষ্করিনী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা মাঠে কাজ করতে গিয়ে দেখেন তেল পাম্পের পাশের পুকুরে ভাসছে এক ব্যাক্তির দেহ! সাথে সাথেই খবর দেওয়া হয় ডেবরা থানায়। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে। এখনও পর্যন্ত মৃত ওই ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি। রহস্যজনক এই দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments