সন্দীপ কর্মকার, বাঁকুড়া – রাজ্যের তৃণমূল সরকার আসার পর থেকেই উন্নয়নের ধারাকে বজায় রাখতে এবং তৃণমূল স্তরের সংগঠনকে মজবুত করতে রদবদল হয়েছে । সংগঠন যাতে আরো মজবুত করা যায় সে কারণে প্রতিটি জায়গায় সাংগঠনিক মিটিং চলছে। আজ বাঁকুড়া শহরের বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভা হলো। উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান অধ্যাপক ড. শ্যামল সাঁতরা, জেলা সভাপতি দীব্যেন্দু সিংহ মহাপাত্র, জেলা INTTUC সভাপতি রথীন ব্যানার্জী, জেলা মহিলা সভানেত্রী মৌ সেনগুপ্ত, জেলা ছাত্র সভাপতি তীর্থঙ্কর কুন্ডু, জেলা মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি গৌতম দাস, জেলা স্পোর্টস সেলের সভাপতি তারাশঙ্কর বন্দোপাধ্যায়, বাঁকুড়া শহর সভাপতি সিন্টু রজক, বাঁকুড়া শহর মহিলা সভানেত্রী ঝিলিক দত্ত, বাঁকুড়া শহর ছাত্র সভাপতি সুরজ বক্স সহ একাধিক শহরের নেতৃত্ববৃন্দ প্রমুখ।
- Advertisement -
বাঁকুড়া শহরের বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভা
- Advertisement -
- Advertisment -