নিজস্ব সংবাদদাতা : আমরা সকলেই চাই সুগঠিত স্বাস্থ্য । শরীরে মেদ হলেই চলে যায় জিমে, ফিট অ্যান্ড ফাইন থাকতে। কখনো কেউ কি ভাবতে পারে সুস্বাস্থ্য গড়তে জীবন হানি হতে পারে? ঠিক এমনই এক অস্বাভাবিক মৃত্যু হল ১৯ বছরের কিশোরীর।
১৯ বছরের কিশোরী ঋত্বিকা নেতাজি নগর উইমেন্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে ৪ নাগাদ জিমে যায় ওই কিশোরী। কিন্তু হঠাৎ বিকেল প্রায় ৫টার কাছাকাছি তার পরিবারে খবর দেওয়া হয় এবং দ্রুত সেখানে উপস্থিত হতে বলা হয়। পরিবার সূত্রে খবর, ওই কিশোরীর কোনো শারীরিক সমস্যা ছিল না, শরীরে মেদ জমার ফলে সে জিমে যেত। তবে এটাও জানা গিয়েছে, অ্যারোবিক করার সময় তার আংশিক বুকে যন্ত্রনা হত । জিম কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ওই কিশোরী তার বান্ধবীকে এই সমস্যার কথা জানালেও সে ট্রেনারকে জানাতে ভুলে যায়। যথারীতি এদিন অ্যারোবিক করার সময় তার সমস্যা হচ্ছিল এবং সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়।
অজ্ঞান হলে তাকে জিম থেকে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং পরিবারের সদস্যরা আসলে তাকে পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। কিশোরীর পরিবার বাঁশদ্রোনী থানায় জিম কর্তৃপক্ষের উপর চিকিৎসা না করে দেরি করার জন্য অভিযোগ দায়ের করে।