Friday, June 13, 2025
- Advertisement -

“বাংলাকে ৬,২৪৪ কোটি টাকার মধ্যে ৪,৬১৯ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে।” – অমিত শাহ 

- Advertisement -

“বাংলাকে ৬,২৪৪ কোটি টাকার মধ্যে ৪,৬১৯ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে।” – অমিত শাহ

নিউজ ডেস্ক :- বুধবার রাজ্যসভায় বাজেট নিয়ে আলোচনা প্রসঙ্গে স্বাভাবিক কারণেই কেরলে ঘটে যাওয়া ভয়ঙ্কর ধসের প্রসঙ্গ আসে। তখন সেই বিপর্যয়ের প্রেক্ষিতে, এদিন রাজ্যসভায় ফের কেন্দ্রীয় বাজেটে বন্যা ত্রাণের প্যাকেজ থেকে বাংলাকে বঞ্চিত করার প্রসঙ্গ তোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে। বাজেট আলোচনার মধ্যেই কেরলে এই ঘটনা ঘটেছে। তাই, বন্যাত্রাণে থাকা রাজ্যগুলির তালিকায় কেরল ও পশ্চিমবঙ্গকে যোগ করা যায় কিনা, প্রশ্ন করেন তৃণমূল সাংসদ। এরই জবাবে, অমিত শাহ জানান, এই বছরের প্রস্তাবিত বাজেটে বাংলাকে বন্যা-দুর্গত রাজ্যগুলির তালিকায় না রাখা হলেও, ২০১৪ থেকে ২০২৪ সাল – এই দশ বছরে বিপর্যয় মোকাবিলায় অনেক অর্থ সহায়তা করা হয়েছে বাংলাকে। তিনি বলেন, বাংলার সমস্যা হচ্ছে, তারা সময় মতো হিসাব দিচ্ছে না।

তিনি বলেন, এটা সরকারি টাকা। তার কিছু নিয়ম আছে। সেই নিয়ম রক্ষা করতেই হবে।

অমিত শাহ বলেন, “২০১৪ থেকে ২০২৪ – এই ১০ বছরে বিপর্যয় মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গের ৬,২৪৪ কোটি টাকার দাবি আমরা মঞ্জুর করেছি। ওখান থেকে যেমন যেমন খরচের হিসেব আসে, আমরা টাকা দিয়ে দিই। এইভাবে ৪,৬১৯ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখান থেকে হিসেব আসা নিয়ে সমস্যা আছে। আমি তো তা করতে পারি না। সেই হিসেব বাংলাকেই করতে হবে। হিসেব দিতে হয়। এটা তো সরকারের বিষয়। কোনও রাজনৈতিক দলের বিষয় নয়। সরকারের নিয়ম আছে, বিধি আছে, খরচের হিসেব রাখতে হয়, অডিট হয়।

যদি কাউকেই না মানি, তাহলে তো কিছু সমস্যা হবেই। তবে ধীরে ধীরে অভ্যাস হচ্ছে (হিসেব দেওয়ার)। উন্নতি হয়েছে। তাই, ৬,২৪৪ কোটি টাকার মধ্যে ৪,৬১৯ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে।” তিনি বলেন, সরকারি নিয়ম মেনে সবটাই দেওয়া হবে। শুধু হিসাবটা সময় মতো দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments