বাংলাদেশের চোখ রাঙানির মধ্যেই মোদী উদ্বোধন করে দিলেন তিনটি অত্যাধুনিক রণতরী
ভারতের উত্তর-পশ্চিমে পাকিস্তান, উত্তর-পূর্বে চিন আর এখন পূর্বে বাংলাদেশ ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইউনিস সরকার প্রতিষ্ঠার পর থেকেই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে বাংলাদেশ। ভারতের পক্ষ থেকে কিন্তু কোনো কথা বলা হয় নি। শুধুই কাজটা করে দেখানো হয়েছে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পাশাপাশি এবার জলভাগেও অত্যন্ত শক্তিশালী নৌবহর বানানোর জন্য উঠেপড়ে লেগেছে ভারতীয় প্রতিরক্ষা বিভাগ। আর সেই মতোই সাগরে শক্তি বাড়াচ্ছে ভারত। বুধবার মুম্বইয়ে তিন তিনটি পৃথক ক্ষমতা সম্পন্ন রণতরী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
জানা যাচ্ছে, নৌসেনায় যোগ হতে চলেছে আইএনএস সুরাত, আইএনএস নীলগিরি ও আইএনএস ভাগশির। ভারতীয় নৌসেনার ক্ষমতা বৃদ্ধি করতেই তিনটি রণতরী এবার থেকে কাজ করবে দেশের সার্বিক প্রতিরক্ষা এবং সমুদ্রপথে নজরদারি করতে। এই তিনটি যুদ্ধ জাহাজের অন্তর্ভুক্তির উদ্বোধন করে দেশের প্রতিরক্ষা এবং আত্মনির্ভরতা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। INS Surat আধুনিক একটি যুদ্ধ জাহাজ। আগামীদিনে শত্রু চিন এবং পাকিস্তানের ঘুম উড়িয়ে দেওয়ার যথেষ্ট। এতে P15B গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রজেক্টের আওতায় চতুর্থ এবং শেষ জাহাজ। এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক ধ্বংসকারীগুলির মধ্যে এ।কটি।

