অবশেষে আজ সমাপ্ত হলো হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপ ও গোল্ডেন টাই স্কাউটস এর যৌথ আয়োজনে হাইকিং। মুকিতুর রহমানঃ- বাংলাদেশ :-অবশেষে আজ ২১শে জানুয়ারি সমাপ্ত হলো হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপ ও গোল্ডেন টাই স্কাউটস এর যৌথ আয়োজনে হাইকিং শিতের পরন্ত বিকেলে সৌন্দর্যের এক অপরুপ লীলাভুমি মান্ডা গ্রীন মডেল টাউন। দুপুর ৩টায় শুরু হওয়া অ্যাডভেঞ্চার মূলক এই হাইকিংটি অনেক মজার, রোমাঞ্চাকর ও অনেক আনন্দদায়ক ছিলো যা লিখে বা বলে বোঝানো যাবেনা। উভয় গ্রুপের ৫৬জন রোভারের অংশগ্রহনে ২০২২ সালের প্রথম মাসেই এতো সুন্দর একটি আয়োজন সম্পন্ন করতে পেরেছি এটা মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের এক অশেষ রহমত। উক্ত হাইকিং এর উদ্বোধন করেন
বাংলাদেশ খবর এক নজরে
জনাব রিতা জেসমিন, কমিশনার, বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন। সমাপনি অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারুক আহাম্মদ, সম্পাদক, হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপ, জনাব আমিমুল এহেসান খান আহাদ, পরিচালক, সম্প্রীতি ও সৌহার্দ্য সামাজিক সংগঠন। অন্যন্য লিডারদের মধ্যে আরও উপস্থিত জনাব মামুনুর রহমান, উম্মান মুন্সী জনি, নাজিম উদ্দিন, বিশ্বজিৎ ব্যানার্জি, আল আজিম হোসেন সাব্বির। পুরো প্রোগ্রামটির নেতৃত্ব দেন গ্রুপের গ্রুপ স্কাউট লিডার জনাব মোঃ জসিম উদ্দিন জয়।
“খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউটের বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠিত”
মুকিতুর রহমান , বাংলাদেশ :- খাগড়াছড়ির দীঘিনালায় রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউট সদস্যদের অংশগ্রহণে বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৮টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন এবং ক্রু মিটিং এরমধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। এদিকে সকাল ১০টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ’র উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক প্রভাষক মোঃ দুলাল হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও রোভার স্কাউট লিডার নবারুণ চাকমা, প্রভাষক ও রোভার স্কাউট লিডার ফ্লোরিতা চাকমা। দিনব্যাপী এই ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানে বিপি পিটি, তাবুকলা, গ্যাজেট, স্কাউট আন্দোলনের জন্ম ও ইতিহাস, রোভার প্রোগ্রাম ও ব্যাজ অর্জন কৌশল সহ রোভার স্কাউট বিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রোভার সদস্যদের ধারণা প্রদান করা হয়। মঙ্গলবার বিকাল ৪টায় রোভার সদস্যদের দীক্ষা প্রদান ও বিকাল ৫টায় ক্যাম্প ফায়ারের মধ্যদিয়ে দিনব্যাপী এই ডে ক্যাম্প সমাপ্ত হয়। এতে প্রায় ৪০ জন রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউট সদস্য অংশগ্রহণ করে।