Tv20Bangla:- ফের মাওবাদী পোষ্টার জঙ্গলমহলের একাধিক জায়গায়।বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের ঢেকো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়েরবনি গ্রামে মাওবাদী পোস্টার উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।রাজ্য সরকার দুষ্কৃতীদের স্পেশাল হোম গার্ড পদে নিয়োগ করেছে এই অভিযোগ তুলে আগামীকাল অর্থাৎ ৮ই এপ্রিল বাংলা বনধ সফল করতে হবে। চলতি সপ্তাহ থেকেই জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মাও নামাঙ্কিত পোস্টারের দেখা মিলছে। পোস্টারে লেখা আছে রাজ্য সরকার তরফ দুর্নীতিগ্রস্ত ক্রিমিনালদের স্পেশাল হোম গার্ডের চাকরি দেওয়া হল কেন?? এর প্রতিবাদে আগামীকাল অর্থাৎ ৮ এপ্রিল বাংলা বন্ ধ সফল করুন। এই ভয়েই বণ্ ধ না মানলে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তাতে সিপিয়াই মাওবাদীদের নাম সই করা। বাংলা বন্ধ, বাংলা বন্ধ
সাদা কাগজে লাল কালীতে লেখা রয়েছে এই পোষ্টার।দীর্ঘ দীর্ঘ দিন পরে মাও নামাঙ্কিত পোস্টার আতঙ্কের বিষয় বলেই মনে করছে জঙ্গলমহলের মানুষজন। ২০১১ তে রাজ্যে রাজনৈতিক পালাবদলের সাথে সাথে মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় জঙ্গলমহলে শান্তি ফিরে এসেছিল। বহু মাওবাদী নেতা এবং মাওবাদী লিংক ম্যান সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন। অনেকে অনেকে বর্তমানে রাজ্য সরকারের দেওয়া চাকরিও করছেন। তার পরেও তার পরেও প্রস্তর উদ্ধারে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পুলিশ জেলা পুলিশের তরফ থেকে জেলা পুলিশের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে এই পোষ্টার গুলি আদেও মাওবাদী না এর নেপথ্যে রয়েছে অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা বন্ধ পালন না করলে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি,ফের মাওবাদী পোস্টারে আতঙ্ক বাঁকুড়ার জঙ্গলমহলে।
MORE NEWS – ওভারলোড পাথর পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিবহন দফতরের, আটক দুটি ওভারলোড ডাম্পার।
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- ওভারলোড পাথর বোঝাই ডাম্পার ও লরি চলাচলের বিরুদ্ধে এবার অভিযানে নামল বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা পরিবহন দফতর। আজ সকাল থেকে লাগাতার ভাবে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায় অভিযান চালায় পরিবহন দফতরের আধিকারিকরা । অভিযানে দুটি পাথর বোঝাই ডাম্পার আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশ প্রশাসন ও পরিবহন দফতরকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন বীরভূম থেকে ওভারলোড পাথর বোঝাই ডাম্পার চলাচল করছে বড়জোড়া সোনামুখী রাস্তায়। এর ফলে একাধিক দুর্ঘটনাও ঘটছে। নষ্ট হচ্ছে রাস্তা। শেষ পর্যন্ত ঘুম ভাঙে পরিবহন দফতরের। আজ বিশেষ সূত্রে খবর পেয়ে বিষ্ণুপুর পরিবহন দফতরের আধিকারিকরা অভিযানে নামেন। CONTINUE READING