খাদিমুল ইসলাম , জলপাইগুড়ি :-
বাগডোগরায় অবতরনের সময় দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান, প্রাণরক্ষা বিমানকর্মীদের। আম্বালার পর এবার বাগডোগরা ফের দুর্ঘটনার সম্মুখীন ভারতীয় বায়ুসেনার বিমান। জানা যাচ্ছে, শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে অবতরনের সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সেই কারণে রানওয়ের বদলে ঘাসজমিতে আছড়ে পড়ে এএন-৩২ বিমানটি।
তারপরেই তড়িঘড়ি বিমানের চালক সহ ৬ জন ক্রুদের উদ্ধার করা হয়। যে কারণে হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই বিমান বাহিনীর ডিভিওআর ছিল। ফলে দ্রুত ঘটনাস্থলে চলে আসে বায়ুসেনার মেডিকেল টিম, দমকল বাহিনী, উদ্ধারকারী দল। তাঁরাই সুরক্ষিতভাবে কর্মীদের উদ্ধার করেন। যদিও কী কারণে যান্ত্রিক ত্রুটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।