মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট অধিবেশন শুরু হওয়ার পরেই তৃণমূল নেতৃত্ব ক্রমাগত বাংলার প্রতি বাজেটে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ করে এসেছে। বুধবার তা সংসদে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার পরেই রাজ্য বিজেপি তালিকা প্রকাশ করে বলেন, বাংলা মোটেই বঞ্চিত নয়। বাংলার জন্য প্রচুর ব্যয় করছে কেন্দ্রীয় বাজেট। রাজ্য বিজেপির সেই তালিকায় দেখা যায় – বিধাননগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিয়োপ্যাথিকে ৩৪ কোটি টাকা দেওয়া হয়েছে।
চিত্তররঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট পেয়েছে ৬৬.৫ কোটি টাকা। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটকে ৪৬ কোটি টাকা দেওয়া হয়েছে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে ২০ কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও এশিয়াটিক সোসাইটিকে ২১.৫ কোটি টাকা, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ১১ কোটি টাকা, ভারতীয় যাদুঘরকে (ইন্ডিয়ান মিউজিয়াম) ৯.৭ কোটি টাকা, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজকে ২.২ কোটি টাকা, রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনকে ৬.৫ কোটি টাকা, বোস ইনস্টিটিউটকে ৯১.৫৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বিজেপি রাজ্য নেতৃত্বের তালিকায় দেখা যায়,ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সকে ১৬০ কোটি টাকা, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনকে ৫৫৬ কোটি টাকা, সত্যেন্দ্রনাথ বসু ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সসকে ৫৪.০৪ কোটি টাকা এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরকে ৯০৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। তাছাড়াও জোকা-বিবাদী বাগ মেট্রো করিডরকে ১,২০৮.৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
যা গত অর্থবর্ষে ছিল ৮০০ কোটি টাকা। অন্যদিকে, সামান্য বেড়েছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর বরাদ্দও। গত অর্থবর্ষে ১,৭০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। সেখানে এবার বরাদ্দ করা হয়েছে ১,৭৯১ কোটি টাকার বেশি। বরাদ্দ কমেছে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পে। ৩০৪.৮২ কোটি টাকা থেকে কমিয়ে এবার বরাদ্দের অঙ্কটা করা হয়েছে ২০০ কোটি টাকা। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘যাঁরা এটা বলে কাঁদছেন যে বাংলাকে বঞ্চিত করা হয়েছে, তাঁদের জন্য এই তথ্যগুলো রইল।’