Friday, June 13, 2025
- Advertisement -

বাড়িতে ওপেন কিচেন থাকলে মেনে চলুন কিছু বাস্তু টিপস 

- Advertisement -

 

বাড়িতে ওপেন কিচেন থাকলে মেনে চলুন কিছু বাস্তু টিপস

এখন তো ফ্ল্যাটের যুগ। স্বাভাবিক কারণেই আগেকার দিনের মতো ‘বাড়ি’ কনসেপ্ট পাল্টে যাচ্ছে। অনেক ফ্ল্যাটেই দেখা যায় ওপেন কিচেন। কিচেন ও ড্রইং-ডাইনিংয়ের মধ্যে কোনো দরজা নেই। সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বাস্তুদোষ থাকতে পারে। আর বাস্তুদোষ থাকলে পরিবারে অশান্তি লেগেই থাকে। তাই বাস্তুশাস্ত্র মনে করে, যেখানে ওপেন কিচেন, সেখানে কিছু প্রতিকার মেনে চললে বস্তুদোষ দূর হয়। যেমন –

* যদি আপনার বাড়িতেও ওপেন কিচেন থাকে এবং রান্নাঘরের দরজা না থাকে তাহলে রান্নাঘরের পিছনে একটি ত্রিভুজ স্ফটিক রাখতে পারেন। যা বেশ উপকারী।

* বাস্তু দোষ যাতে না হয় সেই কারণে প্রতিদিন সন্ধ্যায় রান্নাঘরে কর্পূর জ্বালান। রান্নাঘরের শেষ প্রান্তের পাশের দেওয়ালে একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। এতে করে নেতিবাচক শক্তি আপনার রান্নাঘরে প্রবেশ করতে পারবে না। ইতিবাচক শক্তিও বৃদ্ধি পাবে।

* ওপেন কিচেনের জন্য আপনি কিছু সহজ বাস্তু টিপসও অবলম্বন করতে পারেন। যেমন রান্নাঘরের স্ল্যাবে জলের পাত্র রাখা, খোলা রান্নাঘরে সর্বদা উত্তর দিকে ধারালো জিনিস রাখা, রান্নাঘরের পিছনে একটি কালো কাপড় ঝুলানো, খোলা রান্নাঘরের পূর্ব দিকে একটি জানালা তৈরি করা ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments