নিশীথ দাস, বারাসাত:- বারাসাত চাঁপাডালি এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় সোমবার সন্ধ্যায় উদ্ধার করলো বারাসাত থানার পুলিশ। ব্যাক্তিটি জীবিত আছে কি না তাও বলতে পারছে না কেউ, ওই ব্যক্তিকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি সোমবার দুপুর থেকেই ওই ব্যক্তি রাস্তার পাশে থাকা একটি ইটের বোঝার মধ্যে পরে রয়েছে, সকলের চোখে পড়লেও তাকে উদ্ধার করতে কেউ এগিয়ে আসেনি। স্থানীয় এক মহিলার দাবি দুপুর ১২ নাগাদ আসেন ওউ ব্যক্তি, প্রথমে তিনি বসেই ছিলেন পরবর্তীতে সে শুয়ে পরে। স্থানীয়রা ভেবেছে কোন নেশা করে রয়েছে তাই আর কেউ এগিয়ে আসেনি, সন্ধ্যা থেকে আর তার শরীর নড়ছে না দেখে এলাকার বারাসাত থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে চাঞ্চল্য ছড়ায় চাপাডালিতে, মৃত ওই ব্যক্তির একজন পরিচিত সূত্রে জানা গেছে ব্যক্তির নাম দ্বীপ কুমার অধিকারি বাড়ি দক্ষিণ ২৪ পরগনা বজবজ নোদাখালি এলাকায়৷ মৃত দীপ কুমার অধিকারী কে চেনেন বারাসাতের এক মহিলা, মহিলা শুধু এটুকুই জানান দীপ কুমার অধিকারী তার ছেলের সাথে একটি কারখানায় কর্মরত ছিলেন৷ কখনো কখনো ওই মহিলার ছেলের সাথে তার বাড়িতে আসতেন দিক কুমার অধিকারী৷ তবে কি কারণে সোমবার দীপ বারাসাতে এসেছিলেন তা বলতে পারেনি, মৃত ব্যক্তি নেশা করত বলে জানান ওই মহিলা৷ কি কারণে তার মৃত্যু হল, এই মহিলার সাথে দীপ কুমার অধিকারির কি সম্পর্ক, তা নিয়ে এক রহস্যর দানা বেধেছে ৷গোটা ঘটনার তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ৷
বারাসাত চাঁপাডালি এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় সোমবার সন্ধ্যায় উদ্ধার করলো বারাসাত থানার পুলিশ।
MORE NEWS – পুরুলিয়ার পুরনো ঝালদা থানায় আগুন।
Tv20Bangla:- পুরুলিয়ার পুরনো ঝালদা থানায় আগুন। হঠাৎ করে আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ঝালদা শহরে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১টি ইঞ্জিন।ঘণ্টাখানেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঝালদা শহরের মাঝে রয়েছে পুরনো ঝালদা থানার বিল্ডিং। নতুন ঝালদা থানা বিল্ডিং শহর থেকে একটু দূরে স্থানান্তর হলেও পুরনো ঝালদা থানায় এখনো রয়েছে পুলিশ ব্যারেক। রয়েছে পুলিশের কোয়াটার। CONTINUE READING