Wednesday, January 22, 2025
- Advertisement -

বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে রাস্তায় কালী পুজোর ঠাকুর দেখতে আসা দর্শার্থীদের মাস্ক বিতরণ

- Advertisement -

প্রতিনিধি নিশীথ দাস উত্তর 24 পরগনা:- বৃহস্পতিবার কালী পুজোর সন্ধায় বারাসাত চাপাডালি মোড়ে পুলিশ চালাচ্ছে সচেনতা প্রচার বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে রাস্তায় কালী পুজোর ঠাকুর দেখতে আসা দর্শার্থীদের মাস্ক পরিয়ে সচেতন করতে দেখা গেলো বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে, তবে প্রশাসনের ক্রমাগত প্রচারের পরও সাধারণ মানুষ এর এখনো সচেতনতা ফেরেনি এই বিষয় সন্ধেও নাই, দুর্গা পুজোর পর থেকে রাজ্য জুড়ে কিছুটা হলেও ঊর্ধ্ব মুখী করোনা গ্রাফ তার মধ্যেও নিত্য দিনের সচেতনতা প্রচার টাও মানুষ এখনো সচেতন হয় নি এমন ছবি তাই ধরা পড়লো TV-20 বাংলার ক্যামেরায়।

বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে রাস্তায় কালী পুজোর ঠাকুর দেখতে আসা দর্শার্থীদের মাস্ক বিতরণ

More News – সোনামুখীর ঐতিহ্যবাহী কালীপুজোর গাইড ম্যাপের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার

সঞ্জীব মল্লিক, বাঁকুড়া :- কালি কার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখী। আগামীকাল সোনামুখী পৌরশহর কালী পুজোকে কেন্দ্র করে জমজমাট আকার ধারণ করবে। ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়ার মতো। পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন ও সোনামুখী থানাও অত্যন্ত সচেতন রয়েছে পৌর শহরের কালী পুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। আর সে কথা মাথায় রেখে বুধবার সন্ধ্যায় সোনামুখী থানা প্রাঙ্গণে সোনামুখীর ঐতিহ্যবাহী কালী পুজোর গাইড ম্যাপের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। Continue Reading

সারা ভারত ধর্মঘটের জনমত তৈরি করতে আগামী ২২ শে মার্চ কলকাতা এবং শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল সমর্থনের দাবিতে শান্তিপুরে SUCI এর প্রচার অভিযান।

More News – ভরতপুর ১ নাম্বার ব্লকের একটি কর্মশালার আয়োজন করা হয় ADA অফিসের মিটিং হলে ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ানো উপর একটি কর্মশালা

প্রতিনিধি:- আইয়ুব আলী-  মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নাম্বার ব্লকের একটি কর্মশালার আয়োজন করা হয় A D A অফিসের মিটিং হলে ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ানো উপর একটি কর্মশালা।। ধানের খড় পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোয়া ছায় জৈব পদার্থ উদ্ভিদ খাদ্য মাটির উপকারী জীবাণু পড়ে নষ্ট হচ্ছে। যাহাতে চাষীরা ক্ষতিগ্রস্ত না হয় এ খড় পুড়িয়ে. জমির উর্বরতা না হারায় সেই বিষয়ে এই কর্মশালা। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments