Monday, January 13, 2025
- Advertisement -

বাস হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক।

- Advertisement -

ডেস্ক রিপোর্ট :- বাস হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আড়াইটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র ভবন ট্রাফিক সিগনালে। অভিযোগ, মালদা শহরের ৩৪ নং জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পে রাখা ছিল বেসরকারি বাসটি। বাসের ড্রাইভার এবং খালাসী ঘুমাচ্ছিলেন ওই বাসের স্লিপারে। এইসময় অভিযুক্ত যুবক বাস চালু করে ৩৪ নং জাতীয় সড়ক ধরে কালিয়াচক এর দিকে নিয়ে যাচ্ছিল। এমন সময় বাসের ড্রাইভার এবং খালাসীর ঘুম ভাঙলে তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাফিক অফিসার প্রীতম সরকারের নেতৃত্বে আটক করা হয় বাসটি। বেগতিক দেখে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলে তাকে আটক করে ট্রাফিক পুলিশ। তারা ধৃত যুবককে ইংরেজবাজার থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুমন সাহা (২৮) বাড়ি কোচবিহারের দিনহাটা এলাকায়। বাস চুরির ঘটনায় এদিন ব্যাপক শোরগোল পড়ে যায় রবীন্দ্র ভবন এলাকায়।

বাস হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক।

MORE NEWS – Chairman দেহরক্ষী কে সঙ্গে নিয়ে সাইকেলে করেই অফিসে যাতায়াত করছেন নবনির্বাচিত পৌরপতি।

হাতে সাইকেল, পরনে সাধারণ পোশাক। সাইকেল চালাচ্ছেন পথ চলতি মানুষ দেখলেই দাঁড়িয়ে কথা বলছেন। সঙ্গে দেহরক্ষী তিনিও সাইকেল চালিয়ে পিছনে ছুটছে। এভাবে প্রতিনিয়ত যাচ্ছেন অফিসে। তিনি তাহের পুর পৌরসভার নব নির্বাচিত পৌর পতি উত্তমানন্দ দাস। ছোট পৌরসভা তাই অগ্নিমূল্যের পেট্রোলের দাম কিছুটা বাঁচিয়ে সাধারণ মানুষের যাতে কাজে লাগে সেই লক্ষ্যেই পৌরসভার গাড়ি ব্যবহার করছেন না। গোটা রাজ্যের মধ্যে একমাত্র তাহেরপুর পৌরসভা দখলে রেখেছে। পৌরপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তমানন্দ দাস। CONTINUE READING

পাত্রসায়র থানা প্রাঙ্গণে শিশুবান্ধব প্রেক্ষাগৃহ ও মহিলা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার

আবারো বাঁকুড়ার জঙ্গলে হাতির আগমনে রীতিমতো আতঙ্কিত জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ

উত্তর 24 পরগনা জেলার বারাসাত বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ এক অভিন্ন কর্মসূচি গ্রহণ করলো স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে

WB Madhymik Exam পরীক্ষার্থীকে স্কুলে পৌঁছে দিয়ে মানবিকতার নজির গড়ল রামপুরহাট থানার পুলিশ

বৃহস্পতিবার ষষ্ঠ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো লক্ষীপুর অঞ্চলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments