নবান্ন অভিযানের আগেই শুরু হয়ে গেলো অশান্তি।
নিজস্ব সংবাদদাতা কলকাতা : আজ, মঙ্গলবার, একাধিক দাবিদাওয়া নিয়ে নবান্ন অভিযান রয়েছে বিজেপির। তবে এই অভিযানের আগেই বিভিন্ন জেলা থেকে আগত কলকাতামুখী বিজেপি সমর্থকদের সাথে পুলিশ প্রশাসনের সংঘাতের পরিস্থিতি তৈরী হল। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে বিজেপি সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠলো। তাতে উত্তেজনা ছড়িয়ে পড়লো।
এই পরিস্থিতিতে রাজ্য বিধানসভার বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়েছেন, ‘ প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।’ তৃণমূল পাল্টা বিজেপি নেতৃত্বদের উপর হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছে।
এই পরিস্থিতিতে আজ সাঁতরাগাছি থেকে শুভেন্দু অধিকারী, হাওড়া ময়দান থেকে সুকান্ত মজুমদার এবং কলেজস্ট্রিট থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে তিনটি বড় মিছিল নবান্নের দিকে রওনা দেবে। গত সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত এই তিন জায়গাতেই নবান্ন অভিযানের প্রস্তুতি দেখে এসেছেন। তাঁরা চেয়েছিলেন যে শান্তিপূর্ণ আন্দোলন করার। তিনি এই আশ্বাস দিলেও এদিন উত্তেজনা ছড়ায় আলিপুরদুয়ার স্টেশনে। উত্তেজনা ছড়ায় কোচবিহারের তুফানগঞ্জ স্টেশনে। সেখানে থেকে ওখানকার বিজেপি দলীয় কর্মীদের রওনা দেওয়ার কথা ছিল। অভিযোগ আচমকা রেল স্টেশন যাওয়ার পথে লোহার ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে রাখে পুলিশ। বিজেপি বিধায়ক মালতি রাভার অভিযোগ, ‘পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।’ তাই বিজেপি কর্মীদের স্টেশনে যেতে বাধা দেওয়া হয়েছে। বালুরঘাটেও একই ভাবে উত্তেজনা ছড়ায়।
চোরের বিরুদ্ধে জোচ্চরের মিছিল।।।।
চোরের বিরুদ্ধে চোরদের মিছিল😅