বিশ্বজিৎ মন্ডল, মালদা :- বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট।দলকে চাঙ্গা করতে বিজেপি সাংসদের নেতৃত্বে বুধবার হরিশ্চন্দ্রপুরের ধর্মশালায় সাংগঠনিক সভার আয়োজন করা হয়। আর এদিন সাংগঠনিক সভায় এলাকার বিজেপি নেতৃত্বদের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন দলের নেতা-কর্মীরা। উত্তর মালদার বিজেপি সাংসদের সামনে ক্ষোভ দেখান দলের নিচু তলার নেতা-কর্মীরা। অভিযোগ দলের নিষ্ক্রিয় কর্মীদের উঁচু পদে রাখা হচ্ছে অথচ সক্রিয় কর্মীদের, কোন স্থান নেই। আর এর জেরে হরিশ্চন্দ্রপুর বিজেপিতে গোষ্ঠী কোন্দল সামনে এসে পড়ল। এদিনের কর্মী সভায় বিজেপির বেশ কিছু কর্মী অভিযোগ করেন এলাকার বিজেপি নেতৃত্বদের মধ্যে অনেকেই তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে। দলের কর্মসূচি সম্পর্কে নিচু তলার কর্মীদের ওয়াকিবহাল করা হচ্ছে না।
যদিও সাংসদ খগেন মুর্মু সাংগঠনিক সভার বিক্ষোভকে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে চাননি। তিনি জানান দলের কিছুর কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। আমরা তাদের সঙ্গে বসে সমস্তটাই মিটিয়ে ফেলবো। দলে যারা সক্রিয় কর্মী তাদের অনেক মান অভিমান থাকতেই পারে এটাই বাস্তব। দলে যদি কোন নিষ্ক্রিয় কর্মী থাকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।অন্যদিকে যদিও সম্পূর্ণ ঘটনাকে ঘিরে কটাক্ষ করেছে এলাকার তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান। তিনি জানান বিজেপির সর্বভারতীয় জেলা নেতা ছিলেন তারা আস্তে আস্তে সবাই তৃণমূলের দিকে চলে আসছেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।
বিজেপির সাংগঠনিক সভায় গোষ্ঠীদ্বন্দ্ব,সাংসদকে ঘিরে ক্ষোভ প্রকাশ দলের কর্মীদের ।
More News – নদীয়ার নবদ্বীপে একটি মন্দিরে দুঃসাহসিক চুরি, ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ।
টিভি 20 বাংলা ডেস্ক :- একটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল নদীয়ার নবদ্বীপে। জানা যায়, নবদ্বীপ পৌরসভার মনিপুর ঘাট রোড এলাকায় তিনকড়ি গোস্বামীজীর রাধাবল্লব মন্দিরের পূজারী বুধবার ভোরে মন্দির খুলতে এসে দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে খবর দেন মন্দির কতৃপক্ষকে। খবর পেয়ে মন্দিরের এসে পৌঁছান তিনকড়ি গোস্বামী জীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ মঙ্গলবার গভীর রাতে মন্দিরের দরজার তালা ভেঙে প্রতিষ্ঠিত বিগ্রহের বহু মূল্যের সোনা ও রুপোর গহনা সহ রাধাবল্লব জীর হাতের রুপোর বাঁশি চুরি করে নিয়ে যায় চোরেরা। এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। মন্দিরের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ জানালে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।