Wednesday, January 22, 2025
- Advertisement -

বিতর্কিত উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের কাজ শুরু, কাজ কি বহাল থাকবে নাকি বন্ধ হবে?

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা, ইনামূল ভূঁইয়া, বাঁকুড়া:- আজ শুক্রবার জয়পুর থানার উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের দীর্ঘ কয়েক বছর কাজ বন্ধ থাকার পর এমজি এন আর জি এস প্রকল্পের জব কার্ডের কাজ পুনরায় শুরু হল খুশি এলাকার সাধারণ মানুষ। উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের স্থানীয় নেতৃত্ব জাকির আলী খান, বাবর আলী কোটাল এর নেতৃত্বে। জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির উপস্থিতি ও সুপারভাইজার ইঞ্জিনিয়ার ও পরামর্শদাতারা উপস্থিত থেকে এই কাজের শুভ উদ্বোধন করেন শালতোড়া গ্রামে। উত্তর বার অঞ্চলের প্রধান দিলীপ ঘোষ এর কোনো ভূমিকায় লক্ষ্য করা যায়নি এই উদ্বোধনের কাজে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইয়ামিন শেখ মহাশয়। বিতর্কিত উত্তরবাড়,বিতর্কিত উত্তরবাড়

এছাড়াও সুন্দর ভাবে এই বন্ধ কাজের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরেছেন উত্তরবাড় গ্রামে পঞ্চায়েতের নির্বাহী সহায়ক সন্দীপ মূখার্জী মহাশয়। প্রশ্ন করা হয় শুরু তো করলেন কাজ যারা বন্ধ করেছিল তাদের উপর কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন? এই প্রশ্ন কিছুটা হলেও এড়িয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইয়ামিন শেখ মহাশয়, তিনি বলেন – কাজ তো চলবেই বন্ধ হবার কোনো কথায় নেই। উত্তর আশানুরূপ পাওয়া গেলো না কিন্তু তবুও মানুষের ৫০০ টাকার যে খিদে তা হাড়ভাঙা পরিশ্রম বুঝিয়ে দিচ্ছে তারা সুখে আছে।

বিতর্কিত উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের কাজ শুরু, কাজ কি বহাল থাকবে নাকি বন্ধ হবে?

MORE NEWS – প্রয়াত জননেতা অজয় দের জন্মবার্ষিকী উদযাপন শান্তিপুরে।

নদীয়া, মাধব দেবনাথ:- আজ শান্তিপুরের জননেতা তথা শান্তিপুরের প্রাক্তন বিধায়ক, এবং চেয়ারম্যান প্রয়াত অজয় দের জন্মবার্ষিকী । অসাধারণ নেতৃত্ব ও ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন এই মানুষটিকে ৭১তম জন্মবার্ষিকী জন্ম:-২২.০৪.১৯৫২, প্রয়াণ:-২১.৫.২০২১, আর এই জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং তার পিতা তথা প্রয়াত জননেতার বসবাসের 13 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রশান্ত গোস্বামী আইএনটিটিইউসি নেতৃত্ব সনৎ চক্রবর্তী, প্রয়াত জননেতা ভাই গৌতম দে সহ আপামর তৃণমূল কর্মী সমর্থকরা সাতসকালেই তার বসতবাড়ির কাছে থাকা, আবক্ষ মূর্তি তে মাল্য দান করলেন তাকে শ্রদ্ধা জানালেন। তৎসহ পায়ে হেঁটে শান্তিপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করলেন। CONTINUE READING

Ganga গঙ্গাসাগরে জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা।

Govt: of West Bengal রাজ্য সরকারের তরফে প্রতিটি স্কুলে মিড ডে মিল বসে খাওয়ার জন্য স্থায়ী আসন তৈরি করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments