নিজস্ব প্রতিনিধি, বাকুড়া : এবার ধানের পোয়াল বোঝাই ট্রাক্টরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । বুধবার ঘটনাটি ঘটে সোনামুখী থানার পাথর মোড়ার বাশুলী তলা এলাকায় । স্থানীয় সূত্রে জানতে পারা যায় , ট্রাক্টরটি ধানের পোয়াল নিয়ে আসার সময় ইলেকট্রিক তারের সংস্পর্শে চলে আসে এবং তখনই আগুন ধরে যায় । মুহূর্তের মধ্যে আগুন ভয়ানক আকার ধারণ করে । স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে । এই ঘটনায় ট্রাক্টরের আংশিক ক্ষতি হয় বলে জানা যাচ্ছে । যদীও হতাহতের কোন ঘটনা ঘটেনি । বিদ্যুৎের তারে
মালদার চার্চে রক্তদান শিবির , পশ্চিমবঙ্গে লক্ষীর ভান্ডারের পর গোয়ায় ‘গৃহলক্ষী প্রকল্প’
জঙ্গিপুরে বিড়ি শ্রমিক দের জন্য নতুন হাসপাতাল তৈরীর নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
অল ইন্ডিয়া মেডিকেল এণ্ট্রান্স পরীক্ষায় কৃতিত্ব অর্জন করলো বীরভূমের আলো মণ্ডল
বিদ্যুৎের তারে লেগে ধানের পোয়াল বোঝাই ট্রাক্টরে আগুন এলাকায় চাঞ্চল্য
আরও খবর- রাজ্যস্তর কবাডি প্রতিযোগিতায় খ্যাতি অর্জন মালদার পুরুষ ও মহিলা বিভাগের কাবাডির
নারায়ণ সরকার, মালদা :-রাজ্ যস্তর কবাডি প্রতিযোগিতায় খ্যাতি অর্জন মালদার পুরুষ ও মহিলা বিভাগের কাবাডির। রাজ্যের ২৩ টা জেলার কবাডি টিম পূর্ব মেদিনীপুর রাজ্য স্তর প্রতিযোগিতায় অংশ নেয়। সেখানে মালদার ছেলেদের ও মেয়েদের একটি করে টিম অংশ গ্রহণ করেছিল। ২৩ জেলার কবাডি দলের সঙ্গে লড়াই করে মালদার ছেলেদের টিম চাম্পিয়ন হয় এবং মেয়েদের টিম রানার্স। মালদা জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে পাঠানো দুই দলকেই গতকাল রাত্রে মালদায় আসলে তাদের সংবর্ধনা দেয় মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়। Continue Reading