বিধান সভায় বিজেপির ফিরহাদ বয়কট এবার সম্ভবত উঠলো
নিউজ ডেস্ক কলকাতা:- একটি ধৰ্মীয় অনুষ্ঠানে ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে ইতিমধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। তারা বিষয়টি বিধান সভার স্পিকারের নজরে আনলে স্পিকার বলেন, বিধান সভার বাইরে কে কোথায় কি বক্তব্য রেখেছেন তা বিধান সভার আলোচনার বিষয় নয়। তখন বিজেপি ঘোষণা করে তারা বিধান সভায় ফিরহাদ হাকিমকে বয়কট করবে। সেই কারণেই গত কয়েকদিন বিধান সভায় নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম যখনই প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেছেন, তখনই বিজেপির বিধায়করা শ্লোগান দিতে দিতে বিধান সভা থেকে বেরিয়ে গেছেন। বৃহস্পতিবার ফিরহাদ হাকিমের দু’বারের বক্তব্য বিজেপি বয়কট করলেও কোনো যাদুমন্ত্রে তাঁর তৃতীয়বারের বক্তব্য কিন্তু শুভেন্দু অধিকারী সহ সমস্ত বিজেপি বিধায়করা শোনেন।
সেই সময় নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম খুবি আবেগ তাড়িত হয়ে বলেন, “মাননীয় সদস্যরা যখন প্রশ্ন করেন তখন উত্তর দিতে হয়। যখন আমি উত্তর দিতে যাচ্ছি, তখন বেরিয়ে যাচ্ছেন। বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা বিশ্বাস করেন আমি সেকুলার নই? বুকে হাত দিয়ে বলুন তো আমায় ধর্মনিরপেক্ষ ভাবেন কী ভাবেন না? কোনও ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কী বলেছি, তা নিয়ে এরকম আচরণ করা হচ্ছে।” তখন শুভেন্দু অধিকারী বলেন, “আপনি ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন। আপনাকে মন্ত্রী বা মেয়র হিসাবে ডেকেছিল। আমরাও সনাতন হিন্দুর কথা বলি। এতে আপত্তির নেই। আমাদের আপত্তি দ্বিতীয় অংশে। আপনি ক্ষমা চাইবেন, সেটা বলছি না। আপনি দুঃখিত সেটা বলুন। এখানেই মিটে যাবে।” আর তার পরেই মন্ত্রী ফিরহাদ হাকিম কিছুটা কাতর কন্ঠে বলেন, “কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম, মরার সময়ও তাই থাকব। আমি এই বিশ্বাসে বড় হয়েছি অন্য ধর্মকে সম্মান জানানো। আমি ইসলাম ধর্মে বিশ্বাস করলেও দুর্গা পুজোয় অংশ নিই। আমার মধ্যে কখনওই অন্য ধর্মকে আঘাত করার উদ্দেশ্য ছিল না।” মন্ত্রীর এই বক্তব্যর পরে বিজেপি বিধায়করা আর বিধানসভা ত্যাগ করেন নি। এই পর্বের সমস্যা সম্ভবত এখানেই মিটে গেলো।