নদীয়া, মাধব দেবনাথ:- শান্তিপুরের সামাজিক সংগঠন নবজাগরণ ও শান্তিপুরে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর অভিনব উদ্যোগ। শুক্রবার শান্তিপুরের অতি প্রবীণ মানসিক ভারসাম্যহীন বলাই ট্রাফিক বলে পরিচিত এক ব্যক্তির কেক কেটে জন্মদিন পালন করলেন বিধায়ক ও নবজাগরণের সদস্যরা। শুক্রবার সকালে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে প্রথমে চুলদাড়ি কাটিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরিয়ে প্রবেশ করানো হয় শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়ির কার্যালয়ে। সেখানেই অভিনবভাবে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জন্মদিন পালন করলেন সকলেই। জানা যায় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শান্তিপুর ডাকঘর মোড় সংলগ্ন এলাকায় সারাদিনই ঘুরে বেড়ান। শান্তিপুরের সমস্ত মানুষের কাছে ট্রাফিক বলাই বলেই পরিচিত ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।
শান্তিপুরের নবজাগরণ পরিবারের সদস্যরা তাদের ৩৬৫ দিনের খাদ্য অভিযানের মধ্য দিয়ে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে তিন বেলা রান্না করা খাবার তুলে দিতেন। এছাড়াও বছরে দুই একবার ওই মানসিক ভাসমান ব্যক্তির শারীরিক খোঁজখবর নিতেন। বিগত চার বছর ধরে শান্তিপুরের সামাজিক সংগঠন নবজাগরণের সদস্যরা ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ২৯ শে এপ্রিল জন্মদিন পালন করে থাকে, আজ একইভাবে তার জন্মদিন পালন করলেন অভিনব ভাবে। স্বভাবতই ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জন্মদিন পালন করতে পেরে যেমন খুশি বিধায়ক তেমনি খুশি নবজাগরণের সদস্যরা।
বিধায়ক ও সামাজিক সংগঠনের উদ্যোগে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জন্মদিন পালন।
MORE NEWS – Shantipur শান্তিপুর পৌরসভার উদ্যোগে, বিভিন্ন জায়গায় প্লাস্টিক বিরোধী অভিযান।
নদীয়া, মাধব দেবনাথ:- গত পয়লা বৈশাখ থেকে শান্তিপুরে নিষিদ্ধ করা হয়েছে ৭৫ মাইক্রোনের নিচে থাকা সমস্ত প্লাস্টিক জাতীয় দ্রব্য। বারংবার মাইকিং এবং সচেতনতা প্রচারের মাধ্যমে তার সাথে সাথে ব্যবসায়ী সংগঠন ও সামাজিক সংগঠনের বিভিন্ন মানুষের সাথে বারংবার আলোচনা করার পর সবাইকে অবগত করে দেওয়া হয় যে, পয়লা বৈশাখ থেকে শান্তিপুরের নিষিদ্ধ হতে চলেছে ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক জাতীয় দ্রব্য। কিন্তু পৌরসভার নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে শান্তিপুর জুড়ে চলছিল প্লাস্টিক জাতীয় দ্রব্যের অবাধ ব্যবহার। এরকম খবর আসা মাত্রই শান্তিপুর পৌরসভার উদ্যোগে শান্তিপুরের বিভিন্ন বাজার এলাকায় প্লাস্টিক বিরোধী অভিযান চালায় শান্তিপুর পৌরসভা। অভিযানে উপস্থিত ছিলেন শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ, চেয়ারম্যান ইন কাউন্সিল মেম্বার শুভজিৎ দে, কাউন্সিলর দীপঙ্কর সাহা, অরুণ বসাক সহ, CONTINUE READING