বিপাকে জুনিয়র ডক্টর আশফাকুল্লা নাইয়া
আর জি কর আন্দোলনের তিনি ছিলেন একজন অন্যতম মুখ। আর এই মুহূর্তে তার বিরুদ্ধে বেআইনি ডিগ্রি ব্যবহারের অভিযোগ। আর জি কর কাণ্ডে যে চিকিসকেরা সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন , তাদের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল নেতা কুনাল ঘোষ। সেই সূত্র ধরেই এবাস সামনে আসলি ডাক্তার আশফাকুল্লা নাইয়ার নাম। বর্তমানে তিনি আরজিকর হাসপাতালের ইএনটি বিভাগের জুনিয়র চিকিৎসক। কিন্তু, এবার তাঁকেই কড়া চিঠি দিল মেডিক্যাল কাউন্সিল। ভুয়ো ডিগ্রি ব্যবহার করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এর জবাব চেয়ে চিকিৎসক আশফাকুল্লা নাইয়াকে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। সাত দিনের মধ্যে তাঁকে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তা না হয়, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের কথাও স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে ওই চিঠিতে। ফলে কিছুটা যে সমস্যায় পড়লেন ডাঃ নাইয়া তাতে কোনো সন্দেহ নেই।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে মুখ্য সচিব এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে এই বিষয়ে চিঠি দেওয়া হয়। তারপরেই এই চিঠি পেলেন চিকিৎসক আশফাকুল্লা নাইয়া।
যদিও এই নিয়ে খুব একটা চিন্তিত নন ওই জুনিয়র চিকিৎসক । তিনি বলেন, “সেখানে কোনও তারিখ বা সই নেই। ফলে কার সঙ্গে কোথায় দেখা করতে হবে তা পরিষ্কার নয়। দ্বিতীয়তঃ, এ ধরনের ঘটনা ঘটবে আমি জানতাম। যদি এই ধরনের কিছু না হতো, তাহলে বুঝতাম আন্দোলনটা ঠিক মতো হয়নি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলব আর তার প্রতিঘাত আসবে না, এটা তো হতে পারে না । তবে যদি এই ধরনের কোনও চিঠি সত্যিকারে হয়, অবশ্যই তার জবাব আমি দেব ।” এখন দেখার বিষয়টা কোন পর্যন্ত গড়ায়।

