নারায়ণ সরকার, মালদা, ১১ মে:- ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়াকার্স এন্ড হেল্পার ইউনিয়ন গাজোল ব্লক প্রজেক্ট এর উদ্যোগে ১৫ দফা দাবি নিয়ে গাজোল আইসিডিএস অফিসে ডেপুটেশন দেন বুধবার।অফিসের সামনে তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখান তারা প্রথমে গাজোল ব্লক ক্যাম্পাসের সামনে জমায়েত হন সেখান থেকে মিছিল করে গাজোল ধর্মতলা মোড় আইসিডিএস অফিস প্রাঙ্গণে আসেন এবং বিভিন্ন দাবি নিয়ে তারা ডেপুটেশন দেন। বিক্ষোভকারী লালমনি সিংহ বলেন, আমরা আজ বিভিন্ন দাবি নিয়ে গাজোল আইসি ডি এস দপ্তরে সিডিপিও কে ডেপুটেশন দেওয়া হয়। আমরা প্রথমে গাজোল ব্লক ক্যাম্পাসের সামনে জমায়েত হয় সেখান থেকে মিছিল করে গাজলের ধর্মতলা মোড় আইসিডিএস প্রাঙ্গণে এসে ১৫ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় ।আমাদের দাবি পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। তিনি বলেন আমাদের জ্বালানির দাম বৃদ্ধি করতে হবে আমাদের স্থায়ীকরণ করতে হবে বিভিন্ন দাবি নিয়ে আমরা ডেপুটেশন দেয়।
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন আইসিডিএস অফিসে।
MORE NEWS – পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের পঁচেট মোড়ে, দেশি মদ বিক্রির জন্য পোস্টার।
Tv20 Bangla:- দেশি মদ বিক্রির জন্য পোস্টার! পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের পঁচেট মোড়ে বিভিন্ন দোকানের দেওয়ালে দেওয়ালে দেশি মদ বিক্রির পোস্টার দেখা যাওয়ার ঘটনায় বুধবার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই পোস্টারগুলিতে প্রকাশ্যে দেশি মদ বিক্রির কথা উল্লেখ করা হয়েছে। এক ব্যক্তির নাম, ঠিকানা সহ মোবাইল নম্বর উল্লেখ করা রয়েছে। জানা গেছে, পোস্টারে উল্লেখিত ব্যক্তি পেশিয় স মিল কারখানার মালিক। তার দাবি, তাকে কেউ ফাঁসানোর জন্য রাতের অন্ধকারে এইভাবে গোটা এলাকায় তার নামে পোস্টার লাগিয়েছে। CONTINUE READING
MORE NEWS – কাঞ্চন মল্লিকের জন্মদিনের পরে ফের জল্পনার মুখে বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী।
Tv20 Bangla:- কাঞ্চন মল্লিকের জন্মদিনের পরে ফের জল্পনার মুখে বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী। বেশ কিছুদিন আগেই কাঞ্চন মল্লিকের জন্মদিনে দেখা গিয়েছিল দু’জনকেই কালো পোশাকে। গত বছর কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্কের গুঞ্জনে মুখরিত ছিল টলিপাড়া।শোনা গিয়েছিল, পিঙ্কির সঙ্গে থাকাকালীনই শ্রীময়ীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন বিধায়ক-অভিনেতা। কাঞ্চন এবং শ্রীময়ীর ঘনিষ্ঠতা নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি ক্ষোভ উগরে দেন পিঙ্কিও। তাঁদের ছেলের দায়িত্ব পর্যন্ত নিতে চাননি কাঞ্চন। শুধু তাই নয়। পিঙ্কি জানান, তিনি প্রতিবাদ করায় কাঞ্চন এবং শ্রীময়ী অপদস্থ করেন তাঁকে। CONTINUE READING