কনক অধিকারি ময়নাগুড়ি :- সোমবার, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বটেশ্বর মন্দির বহুৎ পুরনো, তবে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে তিনটি বড় মন্দির রয়েছে। এক জল্পেশ মন্দির, জটিলেশ্বর মন্দির, বটেশ্বর মন্দির, তবে জল্পেশ মন্দির ও জটিলেশ্বর মন্দির যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তেমনি জল্পেশ মন্দিরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে। তবেই বটেশ্বর মন্দিরে রয়েছে জঙ্গল।
বিশেষ করে বছরে তিনটি পুজো হয়, বৈশাখ মাস ফাল্গুন মাস, শ্রাবণ মাস, তবে শ্রাবণ মাসে সব থেকে বড় পুজো হয়, কিন্তু বটেশ্বর মন্দিরে পড়ে রয়েছে নোংরা আবর্জনা জঙ্গল মন্দির চত্বরে, বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়ের উদ্যোগে গতকালকে জঙ্গল কেটে দেওয়া হয়েছিল আজ সেই মন্দিরেই পরিবার সহকারে বাবা শিবের মাথায় জল ঢালেন,তবে এই মন্দিরটি যদি সরকারিভাবে নজরদারি করা হয় স্থানীয় মানুষ থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী সবাই খুশি হবে,।
এই মন্দিরটি তরফ থেকে সরকারের কাছে অনুরোধ যদি এই মন্দিরের দিকে দৃষ্টি আকর্ষণ করে তবে খুব খুশি হবে সবাই,