Monday, January 13, 2025
- Advertisement -

বিশ্বের প্রাচীনতম কবরস্থান আবিষ্কার জাহেনসবার্গে 

- Advertisement -

 

বিশ্বের প্রাচীনতম কবরস্থান আবিষ্কার জাহেনসবার্গে

বিশ্বের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র কবর স্থান। সম্প্রতি আবিস্কৃত হলো পৃথিবীর প্রাচীনতম কবরস্থান।

গবেষকরা জোহানেসবার্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কাছে এই কবরস্থান পেয়েছেন, আর তা দেখেই তাঁরা অবাক। এই সমাধিস্থলটি প্রস্তর যুগের মানুষের তৈরি। দক্ষিণ আফ্রিকার জীবাশ্মবিদরা বিশ্বের প্রাচীনতম কবরস্থানের সন্ধান পেয়েছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি প্রাচীনতম কবরস্থান। যেখানে মানুষদের কবর দেওয়া হত। কিন্তু এই কবরস্থান নিয়ে বিশেষ কিছু অজানা তথ্য উঠে এসেছে। সেই সব তথ্য জীবাশ্মবিদদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

আবিষ্কার করা এই কবরস্থানে এমন মানুষদের কবর দেওয়া হত যাদের মস্তিষ্ক ছোট ছিল। বিজ্ঞানীরা বলছেন, “যে সব মানুষ নির্বোধ ছিল, অর্থাৎ যাদের দিয়ে কঠিন কাজ করানো যেত না, তাদের এখানে কবর দেওয়া হত।” বিখ্যাত জীবাশ্মবিদ লি বার্গারের নেতৃত্বে এই আবিষ্কার সম্পন্ন হয়েছে। গবেষকরা জোহানেসবার্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কাছে এই কবরস্থান পেয়েছেন, আর তা দেখেই তাঁরা অবাক। এই সমাধিস্থলটি প্রস্তর যুগের মানুষের তৈরি। কবরস্থানটি এমন একটি গুহার ভিতরে পাওয়া গিয়েছে, যেখানে মানুষ প্রস্তর যুগে বাস করত। এটি প্রায় 30 মিটার বা 100 ফুট মাটির নিচে রয়েছে। গবেষণাটি এখনও প্রকাশিত হয়নি এবং আগামী দিনে E-Life-এ প্রকাশ করা হবে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই কবরস্থানটি অন্তত এক মিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments