মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :- ১লা ডিসেম্বর ২০২১ বুধবার একটি বিশেষ দিন এই দিনটি আমরা বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করে থাকি। কিন্তু আমাদের দেশের প্রায় অনেক হাসপাতালের ব্লাড ব্যাংক গুলোতে দেখা দিয়েছে রক্তের সংকট, তাই এই বিশেষ দিনটিকে তারা বেছে নিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ। আজ রক্তদান শিবির এর মধ্য দিয়েই বিশ্ব এইডস দিবস পালন করলেন মুর্শিদাবাদের সাগরদিঘী গ্রামীণ হাসপাতাল। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাগরদিঘীর সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী সুরজিৎ চ্যাটার্জী মহাশয়, সাগরদিঘী গ্রামীণ হসপিটালের (B M O H)AM শামীম মহাশয়, সাগরদিঘী হাসপাতালের ডাক্তার দেবজ্যোতি রায় মহাশয়, I C T C Counseller মিঠুন মন্ডল মহাশয়, প্ৰমুখ।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন মুর্শিদাবাদের সাগরদিঘীতে
এদিন রক্তদান শিবিরে রক্ত দানে এগিয়ে আসেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা যেমন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট, তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট, উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠন, প্রমূখ ট্রাস্টের রক্ত যোদ্ধারা রক্তদানে এগিয়ে আসেন। রক্ত দান করেন B M O H) AM শামীম মহাশয়, সাগরদিঘী হাসপাতাল ডাক্তার দেবজ্যোতি রায় মহাশয়, এবং রক্ত রক্ তযোদ্ধা কৌশিক দাস, আনিসুর সেখ, আব্দুল খাবির আমিরুল ইসলাম সহ ২৮ জন রক্ত দাতা রক্ত দান করেন।
রাজ্যের ট্যাবলো প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কে ট্যুইট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
More News- দুস্থদের কম্বল ও খাদ্য সামগ্রী বিতরনের মাধ্যমে ‘সেবা সপ্তাহ’ পালন বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের
সৈকত মাইতি: পূর্ব মেদিনীপুর :- সারা সপ্তাহ জুড়ে সেবা। কোন দিন স্বাস্থ্য শিবির তো কোন দিন দুস্থদের মাঝে কম্বল বিতরণ। কখনো আবার ভবঘুরে মানুষদের পুষ্টিকর খাদ্য, শীত বস্ত্র, রোগীদের ফল-মিষ্টি বিতরন। বছর ভর এমনি কর্মসূচি করে চলছে বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ। কলকাতার বিমানবন্দর লাগোয়া নিউ ব্যারাকপুরের বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা পূজনীয় শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ। তার ৪৯তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে সেবা সপ্তাহ উদযাপন করে চলছে ঐ সংস্থা। আগামী ৬ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেবা সপ্তাহ। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের। তাপিন্দা, বিশ্বনাথ পুর, ও নৈপুর গ্রাম সহ বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক দুস্থ মানুষের হাতে শুকনো খাবার ও কম্বল তুলে দেওয়া হয় বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে। Continue Reading