প্রতিনিধি সুব্রত দে, ত্রিপুরা:- আজ সকাল সাতটায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে রেলিটি বের হয় আর এম এস চৌমুনী হয়ে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে শেষ হয়। 1895 সালে এক্সরস্মির আবিষ্কার হয়েছিল। সেই এক্সরশমির সুফল ও কুফল সম্পর্কে মানুষকে সচেতন কিংবা বুঝানোর জন্য আজকের এই রেলি। করোনা পরিস্থিতি সময়ে রেডিও গ্রাফাররাও অক্লান্ত পরিশ্রম করে ছিলেন তাই রেডিও গ্রাফারদেরকেও করোনা পরিস্থিতির সময়ে প্রথম শ্রেণীর যোদ্ধা হিসেবে গণ্য করা হয়েছিল। আজকের এই অ্যাওয়ারনেস রেলিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের রেডিও গ্রাফাররা অংশগ্রহণ করেছিলেন। বিশ্ব রেডিওগ্রাফি
বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে এক অ্যাওয়ারনেস রেলির আয়োজন করা হলো
More News- মনিপুরে জঙ্গি হানায় শহীদ হলেন খড়গ্রামের এক বীর সেনা জোয়ান
প্রতিনিধি আইয়ুব আলী, মুর্শিদাবাদ:- মনিপুরে জঙ্গি হানায় শহীদ হলেন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রামের বীর জওয়ান শ্যামল দাস। শ্যামল দাসের মৃত্যুর ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গোটা জেলা জুড়ে, জানা গেছে শনিবার মনিপুরের মায়ানমারের সীমান্তবর্তী চুরাচান্দপুর জেলায় জঙ্গী হামলার শিকার হয় অসম রাইফেল যার জেরে অসম রাইফেলের এক কমান্ডিং অফিসারসহ মোট 6 জনের মৃত্যু হয়, নিহত দের মধ্যে অসম রাইফেলের ওই কমান্ডিং অফিসার সহ তার স্ত্রী সন্তান এবং তার গাড়ি চালক শ্যামল দাস ও Continue Reading
More News – রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার ১২ জন
যাদের প্রশিক্ষণ দিয়ে এই রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতার জন্য তৈরি করেছে প্রশিক্ষক নানক রায়। তিনি জানান, “আগামী ১৩ ও ১৪ তারিখে শিলিগুড়িতে কিকবক্সিং প্রতিযোগিতা হতে চলেছে। উক্ত ওই ১২ জন কিক বক্সিং প্রতিযোগী যারা পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে। সারা রাজ্য জুড়ে প্রায় ৪০০ জন প্রতিযোগী সেখানে উপস্থিত থাকবে। তাদের মাঝে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এই ১২ জন প্রতিযোগী অংশ গ্রহণ করবে যা সত্যিই গর্বের বিষয়। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে এই ১২ জন এই কিকবক্সিং প্রতিযোগীর সফলতা দক্ষিণ দিনাজপুর জেলার স্বর্ণ মুকুট এক নতুন পালক সংযোজন হবে তা বলাই বাহুল্য। পাশাপাশি Continue Reading