Wednesday, November 19, 2025
- Advertisement -

‘বিষ’ স্যালাইন কাণ্ডে এবার সদ্যোজাতর মৃত্যু 

- Advertisement -

‘বিষ’ স্যালাইন কাণ্ডে এবার সদ্যোজাতর মৃত্যু

মেদিনীপুর মেডিক্যাল কলেজের বিষ স্যালাইন কাণ্ডে উত্তাল সারা বাংলা। মেদিনীপুর মেডিক্যালে ভর্তি থাকা রেখা সাউয়ের সদ্যোজাত সন্তানের মৃত্যু ঘটেছে। ভেন্টিলেশনে টানা সাত দিন লড়াইয়ের পর অবশেষে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে মৃত্যু হল শিশুর। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের সদস্যরা। এবার আর সিআইডি নয় সিবিআই তদন্তের দাবি পরিবারের। শিশুরোগ বিভাগের চিকিৎসক তারাপদ ঘোষ জানান, ৮ জানুয়ারি রাতে ভূমিষ্ঠ হওয়া শিশুটি জন্মের পর থেকে কাঁদেনি। কিডনির রোগ-সহ একাধিক জটিলতা ছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল সুস্থ করার। কিন্তু শেষরক্ষা হল না। অবশেষে বৃহস্পতিবার ভোরে শিশুটির মৃত্যু হয়।

অভিযোগ, ‘বিষ’ স্যালাইন এবং চিকিৎসকদের গাফিলতির জেরে এই পরিস্থিতি তৈরি হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন ছিলেন রেখা। আপাতত কিছুটা সুস্থ তিনি। কিন্তু জন্মের পর থেকেই অসুস্থ ছিল তার সন্তান। এদিন সকালে মৃত্যু হল। মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে সন্তান প্রসবের পর পাঁচ প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। মারা যান মামণি রুইদাস নামের এক প্রসূতি। বাকিরা চিকিৎসাধীন। তাঁদের সন্তানদের অবস্থা স্থিতিশীল ছিল। তবে আচমকাই রেখা সাউয়ের সন্তানের অবস্থার অবনতি হয়েছিল। বাকি শিশুদের নিয়ে চিন্তা বাড়ছে চিকিৎসকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments