Monday, January 13, 2025
- Advertisement -

বীরভূমের দাপুটে নেতা কেষ্ট হাসপাতালে যাওয়া এবং তৃণমূলের অবস্থান নিয়ে বারাসাতে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন শমীক ভট্টাচার্য।

- Advertisement -

নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- অনুব্রত মন্ডলের হাসপাতালে যাওয়া এবং তৃণমূলের অবস্থান নিয়ে বারাসতে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন রামপুরহাটের ঘটনার পর থেকে অনুব্রত মন্ডলের থেকে তৃণমূল কংগ্রেস দূরত্ব তৈরি করছে। অনুব্রত সিবিআই এর ডাকে যাবেন কি, না যাবেন এই বিষয়ে বিজেপির কোন মতামত নেই, আদালতের নির্দেশে সিবিআই তদন্ত চলছে, কিন্ত অনুব্রতর বিষয় নিয়ে বিজেপি কিছু না বললেও পশ্চিমবঙ্গের মানুষ বলছে এটা নাটক, মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়া এব্যাপারে নানান মন্তব্য উঠে আসছে,তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীকে সিবিআই ইডি ডাকলেই তারা সরকারি হাসপাতালে পৌছে যায়, এবারে বিজেপির তরফ থেকে অনুব্রত মন্ডলের উদ্দেশ্যে শুধু বলতে চান তার দ্রুত আরগ্য কামনা করি, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। বীরভূমের দাপুটে,বীরভূমের দাপুটে

তৃণমূল কংগ্রেস কোন নেতা মন্ত্রী অসুস্থ হলে উডল্যান্ড, বেলভিউ, বি এম বিড়ালার মত হাসপাতালে গিয়ে চিকিৎসা করেন,কিন্তু কেন্দ্রীয় কোন সংস্থার ব্যাপার থাকলেই সরকারি হাসপাতালে পৌছে যায় বলে শমীক ভট্টাচার্য এর অভিযোগ। আসলে তৃণমূল কংগ্রেস অনুব্রত কাছ থেকে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, অনুব্রত মন্ডলের থেকে দুরত্ব বাড়ানোর চেষ্টা করছেন,কিন্তু অনুব্রত মন্ডল বীরভূমের মাটিতে তৃণমূল কংগ্রেস কে প্রতিষ্ঠাতা করেছে নিজস্ব কায়দায়, গোটা বীরভূম জেলায় বিজেপির একাধিক কর্মী গত তিন বছরে খুন হয়েছে, বীরভূমে তান্ডব চালাতো অনুব্রত মন্ডল, তৃণমূলের সম্পদ ছিলো অনুব্রত,আজ হঠাৎ তার সাথে দুরত্ব বাড়াচ্ছে,আমার মনে হয় জনমনে এটা প্রতিষ্ঠা পাবে না, কারণ তৃণমূল কংগ্রেসের সাথে অনুব্রত মন্ডলের নাম সমার্থক, অনুব্রত মন্ডল ছাড়া বীরভূমে তৃণমূল কংগ্রেস নেই, তিনিই শুরু তিনিই শেষ।

বীরভূমের দাপুটে নেতা কেষ্ট হাসপাতালে যাওয়া এবং তৃণমূলের অবস্থান নিয়ে বারাসাতে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন শমীক ভট্টাচার্য।

Bhatpara Municipality,ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে পৌরসভার অন্তর্গত নাগরিকদের টেক্স প্রদানের অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো।

Aliah (আলিয়া) কাণ্ডে গিয়াসউদ্দিনকে সোমবার বারাসাত কোর্টে তোলা হয় আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলো৷

আটটি নতুন দেশি পিস্তল এবং পাঁচটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।

বুধবার বিকালে বারাসত কলোনি মোড় সংলগ্ন সুভাষ ইন্সটিটিউট হলে বিজেপির এক অনুষ্ঠানে এসে সাংবাদিক সম্মেলন করে এমনই বীরভূমের সাথে অনুব্রত মন্ডল ও তৃণমূল কংগ্রেসের ইতিহাস তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments