বুধবারও ফিরহাদ হাকিমের বক্তব্য বয়কট করলো বিজেপি
টিভি ২০বাংলা :- ইতিমধ্যে খবরে প্রকাশ যে একটি ধৰ্মীয় অনুষ্ঠানে গিয়ে পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের একটি মন্তব্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। আর সেই মন্তব্য নিয়েই প্রবল ক্ষোভ প্রকাশ করে বিজেপি। এবারের অধিবেশনের শুরুতেই ফিরহাদ হাকিমের কিছু মন্তব্য নিয়েবিধানসভায় মুলতবি প্রস্তাব এনেছিল বিজেপি। স্পিকার সেই প্রস্তাব খারিজ করে দেন। কোনও ব্যক্তি বাইরে কী মন্তব্য করছেন তা নিয়ে বিধানসভার অভ্যন্তরে আলোচনা হতে পারে না এটাই ছিল স্পিকারের বক্তব্য। এরপর বিজেপি পরিষদীয় দল সিদ্ধান্ত নেয় যে হাকিমের বক্তব্য বয়কট করবেন তাঁরা। তাঁকে কোনও প্রশ্ন করা হবে না এবং তাঁর উত্তরও শোনা হবে না। মঙ্গলবারের পরে আবার বুধবার বিধান সভায় তাকে বয়কট করলো বিজেপি। বুধবার ফের একটি প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম জবাব রাখতে উঠলেই স্লোগান দিতে দিতে বেরিয়ে যান বিজেপির বিধায়করা। তাঁর কথা শেষ হবার পরে বিজেপি বিধায়করা আবার ফিরে আসে হলে।
এই নিয়েই শুরু হয় বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে তুমুল তর্কাতর্কি। একসময় তা রীতিমতো বচসার পর্যায়ে পৌঁছে যায়। এরপর আবার শুরু হয় মেনশন পর্ব। সূত্রের খবর, এদিন মোট তিনবার এই ঘটনা ঘটে। তবে শেষে ফিরহাদ যখন বলছিলেন, সেই সময় কিছুটা শুনে বেরিয়ে যান শঙ্কররা।
তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। আবারও একটি প্রশ্নের উত্তর দিতে ফিরহাদ হাকিম উঠে দাঁড়াতেই স্লোগান দিতে দিতে বেরিয়ে যান বিজেপির বিধায়কেরা। সব মিলিয়ে বেশ হৈ হট্টগোলের মধ্যেই চলতে থাকে অধিবেশন।