প্রতিনিধি সঞ্জীব মল্লিক , সৈয়দ মফিজুল হোদা পাএসায়ের :-আর মাত্র কয়েকটা দিন তারপরেই দীপাবলি উৎসব । আলোর রোশনায় মেতে উঠবেন গোটা দেশবাসী । আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণীর অসাধু ব্যক্তি অসাধু চক্র চালিয়ে যাচ্ছেন । শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে পাত্রসায়ের থানার পুলিশ পৌঁছে যায় কুসদ্বীপ পঞ্চায়েতের লোহারপারা গ্রামে । সেখানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বেআইনি শব্দবাজি ও বেআইনি বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার করে । পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয় । জানা যায় দিনের-পর-দিন আইনের চোখে ধুলো দিয়ে এই ধরনের অসাধু কারবার চালিয়ে যাচ্ছিলেন তারা । শুক্রবার তাদের পর্দা ফাঁস করল পাত্রসায়ের থানার পুলিশ প্রশাসন । পাত্রসায়ের থানার ওসি বিদ্যুৎ কুমার পালের নেতৃত্বে এই অপারেশন চলে । আরো কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা তারও তদন্ত চলছে । আটক করা দুই ব্যক্তিকে আজ বিষ্ণুপুর কোর্টে পাঠানো হয় ।
- Advertisement -
বেআইনি শব্দবাজি উদ্ধার সহ দুই ব্যক্তিকে আটক করল পাত্রসায়ের থানার পুলিশ
- Advertisement -
- Advertisment -