Monday, January 13, 2025
- Advertisement -

বেহাল রাস্তার জেরে PWD রোড অবরোধ এলাকাবাসীদের ।

- Advertisement -

 

কনক অধিকারী ময়নাগুড়ি :- সোমবার, ময়নাগুড়ি ব্লকের জল্পেশ সংলগ্ন মেলার মাঠ এলাকায় PWD রোড পথ অবরোধ করেন দক্ষিণ ভুস্কার ডাঙ্গা এলাকার বাসিন্দারা। জানা গেছে দীর্ঘ তিন বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা বড় বড় গর্ত, এর ফলে এই রাস্তা দিয়ে মানুষ আসতে পারেনা।

জানা গেছে এই রাস্তা দিয়ে কোন গাড়ি আসতে পারে না, বাড়িতে প্রেসেন্ট রয়েছে কিন্তু এই রাস্তাদিয়ে এম্বুলেন্স গাড়ি কিছুই আসে না কি করে নিয়ে যাব তাদের একটাই মাত্র রাস্তা বেহাল ভাবে পড়ে রয়েছে, ময়নাগুড়ি থেকে ভোট পাট্টি ,ভোট পার্টি থেকে জল্পেশ মন্দির যাওয়ার রাস্তা,

প্রায় এক ঘণ্টা অবরোধ চলে এর পর ঘটনাস্থলে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার পুলিশ, ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি বাল্মিকী লহর , এর সাথে কথা বলে পথ অবরোধ তুলে নেয় স্থানীয়রা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments