“বোম্ব চার্জ করে দেব” – নিজের দলের কর্মীদের উদ্দেশ্যে অখিল গিরি
তৃণমূল আছে সেই তৃণমূলেই। কখনো মালদার তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের অভিযোগ আরেক তৃণমূল নেতার বিরুদ্ধে, কখনো পুলিশকে বোম্ব মারার হুমকি দেন অনুব্রত মন্ডল আর এবার নিজের দলের কর্মীদের বোম্ব মারার হুমকি দিলেন রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী অখিল গিরি।
কাঁথি কোপারেটিভ ব্যাঙ্ক নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় কার্যত আড়াআড়ি ভাগ তৃণমূলের দুই শিবিরে। সোমবারই দুই শিবিরের অশান্তির ছবি ধরা পড়েছিল মনোনয়ন তোলাকে ঘিরে। প্রার্থীদের উদ্দেশ্য করে ওঠে ‘চোর চোর’ স্লোগান। এরপর মঙ্গলবার সেই উত্তাপ আরও একধাপ বাড়ে। উত্তাপ এমন পর্বে পৌঁছায় যে প্রায় পুলিশের নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। কন্টাই কোপারেটিভ ব্যাঙ্কের মনোনয়ন জমার প্রস্তুতি ঘিরে দুই পক্ষ উত্তম বারিক ও অখিল গিরি গোষ্ঠীর মধ্যে বচসা ছড়ায়। অভিযোগ, অখিল গিরিকে কটূক্তি ও গালিগালাজ করে উত্তমের অনুগামীরা। কোনো দলে সামান্য শৃঙ্খলা ও ভদ্রতা থাকলে এই ধরনের কটূক্তি কী হতে পারে? প্রশ্ন নাগরিক মহলের। সকলের সামনেই দু’পক্ষ জড়িয়ে পরে হাতাহাতিতে।
অখিল গিরি ও তাদের অনুগামীদের দেখে উত্তম বারিকের অনুগামীদের কটূক্তিতে মানুষ তো অবাক হয়েছেই, কিন্তু স্তম্ভিত হয়ে যায় প্রাক্তন মন্ত্রী অখিল গিরির কথায়। অখিলকে বলতে শোনা যায়, “বম্ব চার্জ করব…পাঁচ মিনিটে বুঝিয়ে দেব…পাঁচ মিনিটে খতম করে দেব…বুঝবে মজা।” বোঝাই যাচ্ছে, কোনো রাজনৈতিক নিয়ন্ত্রণ নেই দলের মধ্যে। শুধুই ক্ষমতা দখলের লড়াই। আর সেই ক্ষমতা যে মানব সেবার উদ্দেশ্যে নয়, অন্য কোনো উদ্দেশ্যে তা সহজেই বোঝা যায়।

