Tv 20 Bangla:- কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ আট বছর ব্যারাকপুর অঞ্চলে বসবাস করেছিলেন৷ তার বিশ্ব বিখ্যাত লেখা পথের পাঁচালী, সেই লেখা এবং সিনেমার আগামী ৩০ শে এপ্রিল এই বিশেষ দিনে পথের পাঁচালীর সিনেমার প্রকাশ এবং শুটিং শেষ করেন সত্যজিৎ রায়৷ সে কারণেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পথের পাঁচালী কে স্মরণ করে রাখতে ব্যারাকপুর অঞ্চলে গড়ে উঠেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপরে একটি কমিটি৷ আর সেই কমিটির উদ্যোগে আগামী ২ রা মে সুকান্ত সদন এ আলোচনা সভা এবং পথের পাঁচালী সিনেমা কে নিয়ে বিশেষ অনুষ্ঠান৷ এছাড়াও আগামী সেপ্টেম্বর মাসে সুকান্ত সদন প্রেক্ষাগৃহে নাটক অনুষ্ঠিত হবে, সেই নাটক অনুষ্ঠানে নাটক পরিবেশন করবেন কলকাতার বিভিন্ন বড় নাটকের দল এবং রাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠিত নাটকের দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে৷ব্যারাকপুরে,ব্যারাকপুরে
এছাড়াও সুকান্ত সদন এর পাশে একটি বহুতল আবাসন এবং মার্কেট কমপ্লেক্স পৌরসভা তৈরি করছে৷ সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে একটি সংগ্রহশালা তৈরি করা হবে৷ ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং উত্তম দাস বলেন প্রশাসনিক দিক থেকে সব রকমের সাহায্য সহযোগিতা আমরা করবো৷ ব্যারাকপুর অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য কে রক্ষা করার জন্য আমরা সকলে মিলে এই কাজে অংশগ্রহণ করব৷
ব্যারাকপুরে গড়ে উঠছে সত্যজিৎ রায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে একটি সংগ্রহশালা৷
MORE NEWS – সাগর দত্ত মেডিক্যাল কলেজে কাজ হারানো অস্থায়ী কর্মীদের বিক্ষোভ৷
নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনা কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজে কাজ হারানো ১১৬ জন অস্থায়ী কর্মীদের বিক্ষোভ অব্যাহত। হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভে শামিল হলেন ১১৬ জন অস্থায়ী কর্মী। যদিও তারা সমস্ত জরুরি পরিষেবা চালু রেখেই এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তাদের বক্তব্য যখন কোভিডের সময় হাসপাতালের সমস্ত স্টাফরা কোভিডের ভয়ে হাসপাতাল ছেড়ে পালিয়ে গিয়েছিল তখন তারা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের পরিষেবা দিয়েছিল, আজ কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতেই তাদেরকে বসিয়ে দেওয়া হলো। তাই তারা তাদের কাজ পুনরায় ফিরে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাবে বলে জানান। CONTINUE READING
চন্ডিপুর ধর্ষন কান্ডের নির্যাতিতা পরিবারের সাথে দেখা করল জেলা তৃণমূল নেতৃত্ব।