Saturday, December 7, 2024
- Advertisement -

ব্রিজের কাজ হলেও ব্রিজের উপর ফুটপাতে চলাচলের রাস্তা নেই সমস্যায় এলাকাবাসী।

- Advertisement -

মালদা, বিশ্বজিৎ মন্ডল:- ব্রিজের কাজ হলেও ব্রিজের উপর ফুটপাতে চলাচলের রাস্তা নেই সমস্যায় এলাকাবাসী, মালদা নালাগোলা রাজ্য সরকারকের আইহো ব্রিজ এক অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার। এই ব্রিজে উপর দিয়ে দৈনিক বাস সহ ছোট বড় যানবাহন নিয়ে প্রায় দুই তিনশো গাড়ি সারাদিনে চলাচল করে এর মাধ্যে আইহো ব্রিজে ভুমিকা রয়েছে বড়। দৈনিক এই রাস্তা দিয়ে বাজার, স্কুল সহ বাস স্ট্যান্ড আসার জন্য এই রাস্তা দিয়ে চলাচল করে বিভিন্ন এলাকার মানুষ। প্রতিদিন স্কুল সহ বাজার বিভিন্ন কাজে আসতে হয় সাধারণ মানুষকে তার মধ্যে দেখা গিয়েছে প্রায় মাস খনেক ধরে পরে রয়েছে আইহো ব্রিজের ওপর পরে রয়েছে এদিক সেদিক হয়ে ব্রিজের ওপরের ব্যারিকেডের কেটে ফেলা অংশ।ব্রিজের ব্যারিকেড করে রাখা হয়েছি সেই ব্যারিকেড গুলি ব্রিজের ওজন কমাতে কেটে ফেলা হয় বলে জানা গিয়েছে। তার ফলে সমস্যা পরতে হছে সাধারণ পথচলতি মানুষেকে।

সেই ব্রিজের উপরে ফুটপাতের ওপরে ব্যারিকেড কেটে ফেলে রাখা হয়েছে ছরিয়ে ছিটিয়ে, ফুটপাত দখল করে যার ফলে পথ চলতি মানুষের যাতায়াতে সমস্যা পরতে হছে দৈনিক পথ চলতি সাধারণ মানুষকে। এলাকাবাসী অভিযোগ সারাদিন এই রাস্তা দিয়ে ছোট বাচ্চা থেকে বড় সকলেই চলাচল করে। ব্রিজের ওপর দিয়ে ফুটপাত বন্ধ। যদি কোন কারণে কারো ওপরে পরে যায় কেটে ফেলা অংশ গুলি, যে কোন সময় বড় ধরনে দূর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসে কাছে অনুরোধ জানাছেন এলাকাবাসী, খুব শীঘ্রই ব্রিজের উপর থেকে কেটে ফেলা অংশগুলি সরিয়ে নেওয়া হওক।

ব্রিজের কাজ হলেও ব্রিজের উপর ফুটপাতে চলাচলের রাস্তা নেই সমস্যায় এলাকাবাসী।

MORE NEWS – ভাটপাড়ায় কালী মন্দির গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক।

উত্তর ২৪ পরগনা ভাটপাড়া, নিশীথ দাস:-  উত্তর ২৪ পরগনা ভাটপাড়া পুরসভার ৩নং ওয়াডের কালী মন্দির গঙ্গার ঘাটে সোমবার দুপুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক যুবক।নাম নির্মাল্য মুখার্জির, বয়স ২৩। যাদবপুর ইউনিভার্সিটির পড়ুয়া।জানা গিয়েছে ৬৭ নম্বর ঘোষপাড়া রোড সূর্য নারায়ণ এপার্টমেন্টের বাসিন্দা নির্মল কুমার মুখোপাধ্যায় এর পুত্র নির্মাল্য ,সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বের হয় গঙ্গা স্নান করার জন্য। তারপর দুপুর ১২ টা ৪০ মিনিট নাগাদ গঙ্গায় স্নান করতে আসে নির্মাল্য ও তার বাল্য বয়সের বন্ধু। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments