সঞ্জীব মল্লিক, বাঁকুড়া :-বড়জোড়া শহরের ভ্যারাইটি স্টোর এলাকায় বেপরোয়া বেসরকারি বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। সোমবার সকাল দশটা কুড়ি মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম কালাম শেখ। বয়স সত্তর বছর। বাড়ি মুর্শিদাবাদ জেলায়। জানা যায় বড় জোড়ায় থেকে তিনি রাজ মিস্ত্রির কাজ করতেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, মৃত ওই ব্যক্তি সাইকেলে করে বড় জোড়া বাজারের দিকে আসছিলেন সেই সময় বাঁকুড়া থেকে দুর্গাপুর গামী একটি বেসরকারি বাস ভ্যারাইটি স্টোর এলাকায় তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই কালাম শেখ নামে 70 বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড় থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘাতক বাসটিকে আটক করেছে বড়জোড়া থানার পুলিশ।
বড়জোড়া শহরের ভ্যারাইটি স্টোর এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর এলাকায় চাঞ্চল্য
আসাউদ্দিন ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ
সদ্যোজাত শিশু বদলের অভিযোগ, মালদহের চাঁচলের দিশারী নার্সিংহোমে তালা মেরে বিক্ষোভ আত্মীয়-পরিজনদের
More News – রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার ১২ জন
প্রতিনিধি জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ রাজ্য স্তরে কিক বক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারাম পুরের ১২ জন অংশগ্রহণ করতে চলেছে। প্রসঙ্গত, চলতি মাসের আগামী ১৩ ও ১৪ তারিখে উত্তরবঙ্গের শিলিগুড়ির উডরেজ ইন্টারন্যাশনাল স্কুলে এই রাজ্য স্তরের দু দিনব্যাপী কিক বক্সিং প্রতিযোগিতা হতে চলেছে। পাশাপাশি জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত মোট ১২ জন কিকবক্সিং এর প্রতিযোগী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। যাদের মধ্যে বিভিন্ন বয়সের বিভিন্ন ওজনের অনুপাতে এই কিকবক্সিং প্রতিযোগিতা হতে চলেছে। জানা গেছে, মোট ওই 12 জন প্রতিযোগীর নাম যথাক্রমে জয় কাটোয়া, হিমেশ রায়, আকাশ সরকার, নিতাই সরেন, দেবস্মিতা পাল, জুই বালা রায়, সেন সরকার, দেব দাস, কনক রায়, শুভঙ্কর রায়, কেয়া রাজবংশী, সায়ক ব্যানার্জি, যাদের মধ্যে অনেকেই নাবালক-নাবালিকা এবং প্রাপ্তবয়স্ক রয়েছে। এরা প্রত্যেকেই গঙ্গারামপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। Continue Reading