Wednesday, December 4, 2024
- Advertisement -

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ লোকাল।

- Advertisement -

নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:-  বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ লোকাল।পয়েন্ট এর গোলমাল এর কারণে মধ্যমগ্রাম স্টেশনে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল ট্রেন । ডাউন ১১:৩০ এর বনগাঁ শিয়ালদহ লোকাল মধ্যমগ্রাম প্লাটফর্মে ঢোকার সময় এক নম্বর লাইনের বদলে দু নম্বর লাইনে ঢুকে যায়।কিন্তু সেই সময় ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে পেছনে ছিল ডাউন হাবরা লোকাল। ট্রেনের চালক ও গার্ডের দক্ষতার কারণে অবশেষে রক্ষা পায়।প্রায় দেড় ঘন্টার কাছাকাছি সময় ধরে মধ্যমগ্রাম স্টেশনে ডাউন বনগাঁ লোকাল দাঁড়িয়ে থাকে।তবে রেল কর্তৃপক্ষ বিষয়টি হালকা করে নিলেও বিষয়টি যে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো তা আপ হাবরা লোকাল দীর্ঘক্ষণ দাড়িয়ে আছে।

ট্রেনের যাত্রীরা ধৈর্য হারায় দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে।স্টেশন মাস্টার অবশ্য জানায় যা বলবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবে তিনি এই বিষয়ে কিছু বলতে পারবে না বলে জানান।বেশ কিছু প্লাটফর্মে এখনো পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে আছে বলে জানা যায়।১১টা ৩০ এর ডাউন বনগাঁ লোকাল ক্যাস ট্রেন ছিলো,বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও এই ঘটনার জেড়ে বনগাঁ শিয়ালদা লাইনের সমস্ত লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে,ফলে আপ ও ডাউন সমস্ত ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলছে।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ লোকাল।

MORE NEWS – দ্রুতগামী এক্সপ্রেস থেকে খুলে রয়েগেল তিনটি বগি, এক কিমি দুরে জরুরি ব্রেক এক্সপ্রেসের৷

শুভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর বেলদা:-  অল্পের জন্য বড়ো দুর্ঘটনায় আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়লেন ডাউন ফলকনামা এক্সপ্রেসের যাত্রীরা৷ দ্রুত গতিতে ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে হাওড়ার দিকে যাচ্ছিল৷ পশ্চিম মেদিনীপুরের বেলদা ষ্টেশনে প্রবেশের অনেকটা আগেই ফাঁকা স্থানে ওই এক্সপ্রেসের তিনটি বগি হঠা খুলে রয়ে যায়৷ দ্রুত গতিতে ট্রেনটি বাকি ২২ টি বগি নিয়ে বেরিয়ে যায়৷ এতে খানিকটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা৷ পরে চালক বিষয়টি জানতে পারলে এমার্জেন্সি ব্রেক করে প্রায় এক কিমি দুরে গিয়ে দাঁড়ায়৷ পুনরায় ট্রেনকে ফেরত এনে বগি জুড়ে রওয়ানা দিয়েছে হাওড়ার দিকে৷ রেলওয়ে কর্মীদের দাবি- বগি যুক্ত রাখা কবলিং খুলে গিয়ে এই বিপত্তি ঘটেছিল৷ তবে কারও কোনো সমস্যা হয় নি৷ CONTINUE READING

বাস হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments