আইয়ুব আলী মুর্শিদাবাদ :-
মুর্শিদাবাদ জেলার বড়ঞায় থানার অন্তর্গত মুনাই কান্দা গ্রামের বাদশাহী রোডের দিঘির কাছে দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর জানা যায়নি, তবে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।
সিনেমাতে যেমন দুই বাসের মধ্যে ভয়ংকর সংঘর্ষ হয় ঠিক তেমনি সেই দৃশ্য যেন বাস্তবে দেখতে পেল মুর্শিদাবাদের কান্দ্রা গ্রামের বাসিন্দারা। প্রায় ঘড়ির কাঁটায় তখন সকাল ১১টা ৫০ মিনিট, দুই বাসের মধ্যে সজোরে সংঘর্ষ হয়। অনেক বাসযাত্রী আহত হয়। দুর্ঘটনার খবর পেয়েই আহতদের নিয়ে বরোয়া থানার পুলিশ কান্দ্রা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে অনেকেই হাসপাতালে এখন চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীদের একাংশের বক্তব্য দুটো বাসের গতিবেগ খুব বেশি ছিল এবং এই দুটো বাসের চালক একে অপরকে টেক্কা দেওয়ার জন্য সমানে রেষারেষি করে বাস চালাচ্ছিল। বাসযাত্রীরা বার বার মানা করা সত্ত্বেও তাদের কথা শোনা হচ্ছিলনা। বরোয়া থানার পুলিশ দুই বাসের চালককে গ্রেপ্তার করেছে এবং বেপরোয়া মনোভাবের কারণ খতিয়ে দেখছে।
এরকম ভয়ংকর দুর্ঘটনায় বাদশাহী রোডে কিছুক্ষনের জন্য যান চলাচল ব্যাহত হয়েছিল পরে পুলিশি তৎপরতায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।