Monday, January 13, 2025
- Advertisement -

ভরতপুরে তিনটি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিক এর হাতে ফিরিয়ে দিল ভরতপুর থানার পুলিশ।

- Advertisement -

আইয়ুব আলী, মুর্শিদাবাদ:- বুধবারের দিন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার পুলিশ তিনটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকের হাতে ফিরিয়ে দিল। ভরতপুর থানার জানিয়েছেন ভরতপুর থানার অন্তর্গত ভরতপুর এলাকার দুজন আসল মোবাইল মালিকের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হল এবং ভরতপুর থানার মাসুন্দি গ্রামের একজন আসল মোবাইল মালিকের হাতে মোবাইল ফিরিয়ে দিল ভরতপুর থানার পুলিশ। ভরতপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বিগত কিছুদিন আগে ওই মোবাইল মালিকদের মোবাইল হারিয়ে যায় তাদের কাছ থেকে ভরতপুর থানায় লিখিত অভিযোগ পেতেই ভরতপুর থানার পুলিশ তদন্ত শুরু করে এবং ভরতপুর থানার পুলিশ তদন্ত করে হারিয়ে যাওয়া ওই তিনটি মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকের হাতে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত তৈরি করল। মোবাইল ফিরে পেয়ে স্বভাবতই খুশি প্রকাশ করেছে মোবাইলের আসল মালিকেরা এবং তারা ভরতপুর থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। ভরতপুরে,ভরতপুরে

ভরতপুরে তিনটি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিক এর হাতে ফিরিয়ে দিল ভরতপুর থানার পুলিশ।

MORE NEWS – মালদা জেলার মালতিপুর বিধানসভা কেন্দ্রের ভাকরি অঞ্চলে ভয়াবহ অগ্নিকান্ড।

মালদহ:- আজ মালদা জেলার মালতিপুর বিধানসভা কেন্দ্রের ভাকরি অঞ্চলের গোরাকপুর গ্রামের বাসিন্দা জাহানারা বেওয়ার বসতবাড়ি ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত এবং বাড়িতে থাকা সকল আসবাবপত্র। জীবনের সবটুকুই কাজে লাগিয়ে রাত দিন এক করে তিল তিল করে যোগান করা অর্থ দিয়ে তৈরি করা হয় স্বপ্নের বাড়ি আর সেই স্বপ্নের বাড়ি যদি মুহূর্তের মধ্যে আগুনে গ্রাস হয়ে যায় হ্যা এমনই দুঃখ ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে ভাকরি অঞ্চলে। ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত বসতবাড়ি এবং বাড়িতে থাকা সকল আসবাবপত্র চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভাকরি অঞ্চলের গোরাকপুর গ্রামের জাহানারা বেওয়ার বাড়ি এলাকাবাসী ও পরিবার সূত্রে যানাযায় রাতে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে সেই মুহূর্তে পরিবারের সকল সদস্য ঘুমন্ত অবস্থায় থাকলেও পরিবারের একজনের চোখে সেই দৃশ্য পড়ে তখনই তিনি চিৎকার চেচামেচি শুরু করেন এবং পরিবারের লোকজনকে ঘর থেকে বাইরে নিয়ে আসেন মুহূর্তের মধ্যে আগুন ক্রস করে নেই ঘটনায়। CONTINUE READING

বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার উদ্যোগে উস্থি হাই স্কুল প্রাঙ্গণে সম্প্রীতির ইফতার মজলিস অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments