নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনা ভাটপাড়ায় মঙ্গলবার সকাল পৌনে এগারোটা নাগাদ বোমা ফাটার বিকট শব্দে কেঁপে ওঠে ভাটপাড়া থানার গোয়ালা পাড়া রোড এলাকা। রিলায়েন্স জুটমিলের দারোয়ান কোয়ার্টারের পাশে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা বোমা আচমকা ফেটে যায়। বাসিন্দারা ভয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে দেখেন চারিদিকে ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, মিলের পরিত্যক্ত জায়গায় কলাগাছের গোড়ায় লুকিয়ে রাখা বোমা রৌদ্রের তাপে সম্ভবত ফেটে গিয়েছে। ওখানে আরও বোমা মজুত থাকার সন্দেহ করছেন এলাকার বাসিন্দারা। কে বা কারা, কি কারনে ওখানে বোমা লুকিয়ে রেখেছিল, তদন্তে ভাটপাড়া থানার পুলিশ।ভাটপাড়ার গোয়ালা পাড়া,ভাটপাড়ার গোয়ালা পাড়া
ভাটপাড়ার গোয়ালা পাড়া রোডে মিলের পরিত্যক্ত জায়গায় বোমা বিস্ফোরণ, আতঙ্কে গোটা এলাকাবাসী।
MORE NEWS – কাঁচরাপাড়া গান্ধী মোড় সংলগ্ন মতি বাজারে মুদির দোকানে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।
নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনা কাঁচরাপাড়া গান্ধী মোড় সংলগ্ন মতি বাজারে ৮.৩০ নাগাদ মুদির দোকানে ভয়াবহ আগুন ৷ খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও বিজপুর থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় ওই ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদার তিনি জানায় শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বিজপুর থানার পুলিশ । দোকানের মালিক জানায় আনুমানিক তার ১০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয় এই অগ্নিকাণ্ডে ।
MORE NEWS – পাণ্ডবেশ্বরের বহুলায় ডোর টু ডোর ক্যাম্পিং চলাকালীন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে স্লোগান।
পশ্চিম বর্ধমান,মিঠুন মন্ডল, পাণ্ডবেশ্বর:- আসানসোল লোকসভা উপনির্বাচনের মাত্র আর কয়েকটা দিন বাকি, তাই ভোট প্রচারে নেমে পড়েছে সকল রাজনৈতিক দল। তাই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধের চাপান উতোর। আসানসোল লোকসভা উপনির্বাচনে ঘরে ঘরে প্রচারের সময়, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নেতা ও সমর্থকরা মুখোমুখি হওয়ার কারণে একে অপরের বিরুদ্ধে স্লোগান তোলেন। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বহুলা গ্রামের 99 এবং 100 নম্বর বুথে, বিজেপি কর্মী ও বিধায়করা ভোটারদের কাছে বিজেপির অগ্নি মিত্র পালকে ভোট দেওয়ার জন্য আবেদন করছিলেন, তখন তৃণমূল কংগ্রেসের সমর্থক ও নেতারা এসে একে অপরের দিকে স্লোগানের পাল্টা স্লোগান দিতে থাকে। তার ফলে কিছুক্ষণের জন্য উত্তেজনা বাড়তে থাকে। CONTINUE READING