উত্তর ২৪ পরগনা ভাটপাড়া, নিশীথ দাস:- উত্তর ২৪ পরগনা ভাটপাড়া পুরসভার ৩নং ওয়াডের কালী মন্দির গঙ্গার ঘাটে সোমবার দুপুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক যুবক।নাম নির্মাল্য মুখার্জির, বয়স ২৩। যাদবপুর ইউনিভার্সিটির পড়ুয়া।জানা গিয়েছে ৬৭ নম্বর ঘোষপাড়া রোড সূর্য নারায়ণ এপার্টমেন্টের বাসিন্দা নির্মল কুমার মুখোপাধ্যায় এর পুত্র নির্মাল্য ,সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বের হয় গঙ্গা স্নান করার জন্য। তারপর দুপুর ১২ টা ৪০ মিনিট নাগাদ গঙ্গায় স্নান করতে আসে নির্মাল্য ও তার বাল্য বয়সের বন্ধু। যদিও বন্ধু সাঁতার না জানায় গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ছিল সে। নির্মাল্য গঙ্গায় নামার পরেই আচমকা তলিয়ে যেতে থাকে।ভাটপাড়ায় কালী মন্দির,ভাটপাড়ায় কালী মন্দির
তা দেখে তার বন্ধু চিৎকার-চেঁচামেচি করার পর অপর এক যুবক গঙ্গায় ঝাঁপ মেরে তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকে গঙ্গা থেকে তোলা যায়নি। নির্মাল্য গঙ্গায় তলিয়ে গিয়েছে খবর পৌঁছায় ভাটপাড়া থানায়। তারপর ভাটপাড়া থানার উদ্যোগে মঙ্গলবার ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের একটি বিশেষ টিমকে কালীমন্দিরে গঙ্গার ঘাটে নামানো হয়েছে নিখোঁজ যুবকের খোঁজ চালাতে। তারা স্পিডবোট নিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত খুঁজলেও এখনো নির্মাল্যকে খুঁজে পাওয়া যায়নি। শোকের ছায়া মুখোপাধ্যায় পরিবারে।
ভাটপাড়ায় কালী মন্দির গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক।
MORE NEWS – পাণ্ডবেশ্বরের বহুলায় ডোর টু ডোর ক্যাম্পিং চলাকালীন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে স্লোগান।
পশ্চিম বর্ধমান,মিঠুন মন্ডল, পাণ্ডবেশ্বর:- আসানসোল লোকসভা উপনির্বাচনের মাত্র আর কয়েকটা দিন বাকি, তাই ভোট প্রচারে নেমে পড়েছে সকল রাজনৈতিক দল। তাই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধের চাপান উতোর। আসানসোল লোকসভা উপনির্বাচনে ঘরে ঘরে প্রচারের সময়, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নেতা ও সমর্থকরা মুখোমুখি হওয়ার কারণে একে অপরের বিরুদ্ধে স্লোগান তোলেন। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বহুলা গ্রামের 99 এবং 100 নম্বর বুথে, বিজেপি কর্মী ও বিধায়করা ভোটারদের কাছে বিজেপির অগ্নি মিত্র পালকে ভোট দেওয়ার জন্য আবেদন করছিলেন, তখন তৃণমূল কংগ্রেসের সমর্থক ও নেতারা এসে একে অপরের দিকে স্লোগানের পাল্টা স্লোগান দিতে থাকে। তার ফলে কিছুক্ষণের জন্য উত্তেজনা বাড়তে থাকে। CONTINUE READING